শিরোনাম
◈ ‘ভিক্ষুকের’ বাসায় পুলিশের অভিযান, মিলল ৪ ভরি স্বর্ণ ও সাড়ে ৪ লাখ টাকা ◈ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? ◈ সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি: মির্জা ফখরুল ◈ বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজারে শীর্ষে, আছে ৮ লাখেরও বেশি কর্মী ◈ ট্রাম্পের শুল্কে বন্ধ ভারতের কারখানা, রপ্তানি হুমকিতে ◈ দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রকৌশল শিক্ষার্থীদের: আল্টিমেটাম রাত ৮টা পর্যন্ত ◈ সব আসামি গ্রেপ্তার না হলে খাবার মুখে নেব না: ‘মব’ করে পিটুনিতে নিহত মাহিনের মা ◈ ডাকসুর ভিপি-জিএস পদে কার ব্যালট নম্বর কত ◈ ছাতকে চোরাকারবারী শাহিনের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আহত ২, গ্রেপ্তার ৬ ◈ নোয়াখালীতে ঘাট দখল-চাঁদাবাজি: ভাগ যাচ্ছে রাজনৈতিক নেতা ও প্রশাসনের পকেটে

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫, ০৭:২৯ বিকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রমজানের একসপ্তাহ আগে নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো শঙ্কা নেই : সালাউদ্দিন

মনিরুল ইসলাম : রমজানের একসপ্তাহ আগে নির্বাচন অনুষ্ঠিত হবে, এনিয়ে কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, তবে দু একটি দল বিভ্রান্তির চেষ্টা করছে; এটি তাদের কৌশল হতে পারে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা। রাজনৈতিক ইতিহাসে ঐতিহাসিক ঘটনা হবে এবারের নির্বাচন। পিআর বা গণপরিষদের দাবি রাজনৈতিক কৌশল, মাঠ গরম করার জন্য বক্তব্য। দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে, যারাই এর বিপক্ষে কথা বলবে তারাই মাইনাস হয়ে যাবে।

তিনি বলেন, জুলাই সনদ- অঙ্গীকার নামার কিছু বিষয় অযৌক্তিক মনে করেছে বিএনপি। বিকল্প প্রস্তাব ঐক্যমত কমিশনেন আলোচনার সময় দেয়া হবে। সংবিধানের ওপরে স্থান পায় এমন কোন বিষয় গ্রহনযোগ্য হবে না।আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একটি অবস্থানে পৌছাবে বলে প্রত্যাশা।

তিনি আরও বলেন, সংস্কারের জন্য যে সাংবিধানিক সংস্কার আনতে চাই সেগুলো ঐক্যমতের ভিক্তিতে সম্ভব। বিধানগুলো আজকেই বহাল হলে কিছু বিষয় সাংঘর্ষিক হতে পারে। বিধানগুলো সংসদ নির্বাচনের পর বাস্তবায়ন করা যাবে। 

অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোন জটিলতা চায়না বিএনপি। সবার ঐক্যমতে এই সরকার গঠিত হয়েছে; তত্বাবধায়কের বিষয়টি পূনর্বহাল হবার পরে পরবর্তী নির্বাচনে সেটি কার্যকর হতে পারে। এই সরকারের ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে বলে প্রত্যাশা, অন্যকিছু ভাবার অবকাশ নেই। 

তিনি এক প্রশ্নের জবাবে বলেন, কোন দল নির্বাচনে অংশ না নিলে এটি তাদের রাজনৈতিক স্বাধীনতা। যারা বাহানা দিয়ে বয়কট করবে তারা ভবিষ্যৎ রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে।

নির্বাচনের আগে জোট; 

জামায়াতের সাথে সুযোগ নেই তবে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদের সাথে জোট হতে পারে, আগামীর সরকারেও তারা থাকতে পারে। এছাড়া কয়েকটি ইসলামী ঘরনার দলের সাথে আলোচনা হচ্ছে তাদের সাথে জোট হতে পারে, সেটি চূড়ান্ত নয়। এর বাইরে বিগত আন্দোলনে যারা ছিলো তাদের সাথেও জোট হতে পারে, সেটি আলোচনার পর সিদ্ধান্তঃ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়