শিরোনাম
◈ ‘ভিক্ষুকের’ বাসায় পুলিশের অভিযান, মিলল ৪ ভরি স্বর্ণ ও সাড়ে ৪ লাখ টাকা ◈ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? ◈ সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি: মির্জা ফখরুল ◈ বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজারে শীর্ষে, আছে ৮ লাখেরও বেশি কর্মী ◈ ট্রাম্পের শুল্কে বন্ধ ভারতের কারখানা, রপ্তানি হুমকিতে ◈ দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রকৌশল শিক্ষার্থীদের: আল্টিমেটাম রাত ৮টা পর্যন্ত ◈ সব আসামি গ্রেপ্তার না হলে খাবার মুখে নেব না: ‘মব’ করে পিটুনিতে নিহত মাহিনের মা ◈ ডাকসুর ভিপি-জিএস পদে কার ব্যালট নম্বর কত ◈ ছাতকে চোরাকারবারী শাহিনের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আহত ২, গ্রেপ্তার ৬ ◈ নোয়াখালীতে ঘাট দখল-চাঁদাবাজি: ভাগ যাচ্ছে রাজনৈতিক নেতা ও প্রশাসনের পকেটে

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫, ০৭:৪৮ বিকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুদামে ভেজাল পণ্য মজুদ রাখার দুই লাখ টাকা জরিমানা

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে শহরের 'মেসার্স গোপাল কৃষ্ণ বণিক' নামে একটি খাদ্যদ্রব্যের গুদামে ভেজাল পণ্য মজুদ রাখার দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং যৌথবাহিনীর সমন্বয়ে পরিচালিত অভিযানে ওই গুদামটিতে অলিভ ওয়েল, লবণ, চানাচুর, সেমাই ও নিম্নমানের শিশু খাদ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সেগুলো জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে দক্ষিণ তেমুহনীর সড়ক ও জনপথ বিভাগ সংলগ্ন স্থানে থাকা ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

অভিযানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী ও কমলনগর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ রিয়াজ উদ্দিন এবং যৌথবাহিনীর সদস্যরা উপস্থিত ছিল।

সহকারি কমিশনার (ভূমি) অভি দাশ বলেন, নকল পণ্য সরবরাহ করায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৬ এবং ৩২ (ক) ধারা অনুযায়ী মেসার্স কৃষ্ণ বণিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রথমবার এ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এজন্য তাদেরকে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ভেজাল পণ্যের মধ্যে অলিভ ওয়েল, লবণ, চানাচুর, সেমাই ও নিম্নমানের শিশু খাদ্য জব্দ করেছি। প্রতিষ্ঠান মালিক প্রতিশ্রুতি দিয়েছে তার যত ধরণের অবৈধ পণ্য ও কাগজপত্র বিহীন নিম্মমানের যে পণ্য আছে, সেগুলো তিনি সরিয়ে নেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়