শিরোনাম
◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ০৬:২০ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

চার মামলার আসামি এলএক্স সবুজসহ তিন ছিনতাইকারী গ্রেফতার 

মাসুদ আলম : মতিঝিলে ডাকাতির প্রস্তুতি মামলায় দুর্ধর্ষ ছিনতাইকারী এল এক্স সবুজসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- এল এক্স সবুজ ( ২২),  মোঃ সেলিম মিয়া (৩৩) ও মোঃ আরিফুল ইসলাম হৃদয় (১৯)। 

বুধবার গভীর রাতে মতিঝিল থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার  রাতে মতিঝিলের কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পিছনে কমলাপুর পানির পাম্পের গেটের সামনে ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণের সময় দুর্ধর্ষ ডাকাত মোঃ আব্দুল হান্নান (৪৫), মোঃ খোকন সরদার (৫০) ও মোঃ সোলেমান মৃধা (২০) গ্রেফতার করা হয়। এ ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা করা  হয়েছিল। উক্ত মামলাটি তদন্তকালে গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী ডাকাতির প্রস্তুতির সাথে জড়িত থাকায় এল এক্স সবুজ, সেলিম মিয়া ও আরিফুল ইসলাম হৃদয়কে  গ্রেফতার করা হয়।

পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত এল এক্স সবুজের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানা, মতিঝিল থানা, পল্টন থানা ও বংশাল থানায় ছিনতাই, ডাকাতি ও দ্রুতবিচার আইনে চারটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়