তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: [২] জেলার নাসিরনগরে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
[৩] মঙ্গলবার (৯ জুলাই) মামলা দিয়ে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের পুকুরপাড় নামক স্থানে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ওই গ্রামের ফুলবাহারের ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫) ও তার স্ত্রী রুহেনা বেগম (২৮)।
[৪] জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন জাহাঙ্গীর। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওই গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় ২০৬ পিস ইয়াবাসহ তাদের স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়।
[৫] নাসিরনগর থানার ওসি সোহাগ রানা জানান, গ্রেপ্তার স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: ইস্রাফিল ফকির
প্রতিনিধি/আইএফ
আপনার মতামত লিখুন :