শিরোনাম
◈ একীভূত ব্যাংকগুলোর আমানত ফেরত নীতিমালা প্রকাশ, আজ থেকে কার্যকর ◈ শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ◈ আসছে বড় সুখবর, ২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন চাকরিজীবীরা, দেখুন তালিকা ◈ যে ওভারকোট জিয়া পরিবারের আর কখনো ফেরত দেওয়া হয়নি ◈ জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী এক বছরে উপহার পেয়েছেন ১৫ ভরি সোনা, রয়েছে নগদ ১৮ কোটি টাকা ◈ নতুন বছরে কমলো জ্বালানি তেলের দাম ◈ হলফনামায় প্রকাশ: কে কত ধনী — শীর্ষ রাজনীতিবিদদের আয় ও সম্পদের চিত্র ◈ বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের নজরদারিতে নোয়াখালীর সহকারী কোচ নিয়াজ খান ◈ ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য রেকর্ড ১৫ কোটি টিকেটের আবেদন   ◈ ব্রা‌জি‌লিয়ান রবের্তো কার্লোস হাসপাতালে, হয়েছে অস্ত্রোপচারও: কেমন আছেন কিংবদন্তি ফুটবলার?

প্রকাশিত : ১২ জুন, ২০২৪, ০৪:২৮ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৪, ১০:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার 

নাজমুল হক, বরিশালে: [২] বরিশালের কাউনিয়া এলাকায় বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ  উদ্ধার করেছে পুলিশ। পাঁচ বছর বয়সী শিশু কন্যাকে গলা কেটে হত্যা করে ঘাতক বাবা আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন পুলিশ। 

[৩] বুধবার (১২ জুন) সকালে কাউনিয়া পানির ট্যাংকের পূর্ব পাশে স্বপ্ন বিলাস ভবনের ৪তলায় এ ঘটনা ঘটে। নিহত শিশু রাবেয়া বশরী রোজা বয়স ৫ বছর ৪ মাস। তাকে হত্যার পর নিজের গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মহত্যা করেন বাবা মোহাম্মদ নাঈম হাওলাদার (৩৫)।
 
[৪] নাঈম উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে। তিনি বরিশাল অফসো স্যালাইন কোম্পানির গাড়ি চালক পদে কর্মরত ছিলেন। 

[৫] কাউনিয়া থানা পুলিশের এসআই আরাফাত হাসান নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, চারমাস আগে স্ত্রীর সঙ্গে নাঈমের বিচ্ছেদ হয়। গত রাতে তার স্ত্রী কল করে জানান, সকালে মেয়েকে নিয়ে যাবে। তাই মেয়েকে হত্যা করেছে। পরে নিজে গলা কেটে আত্মহত্যা করেছে। সামনের রুমে বোন, বাবা, মা  থাকলেও তারা কিছু টের পায়নি বলে দাবি করেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এরপর বিস্তারিত জানা যাবে। 

[৬] স্থানীয়রা বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন, স্থানীয়দের দাবি খুব সকালে নিহত নাঈমকে তারা রাস্তায় দেখেছেন এবং তখন সে স্বাভাবিক ছিল, পুলিশ বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রয়োন করেন। ঘটনাস্থান পরিদর্শন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ এসিস্টেন্ট কমিশনার মো: সরোয়ার হোসেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়