শিরোনাম
◈ ইমামকে অনন্য সম্মান দেখালেন তারেক রহমান  ◈ ১৯ দিনে রেমিট্যান্স এল ২৫ হাজার ৯০০ কোটি টাকা ◈ সংবিধান সংস্কারের বিপক্ষে জাপার ‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিলেন জি এম কাদের ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৪, ০৮:০২ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২৪, ০৮:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

কায়সার হামিদ, উখিয়া: [২] কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্র ও গুলিসহ মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরসার এক সদস্যকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন পুলিশের সদস্যরা। 

[৩] রোববার (৩ মার্চ) ভোর ৪টার দিকে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

[৪] ১৪ এপিবিএন-এর সহঅধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল সন্ধ্যায় এ তথ্য জানান।

[৫] গ্রেপ্তার সৈয়দ হোসেন উখিয়ার ১৭ নম্বর ক্যাম্পের এ-ব্লকের সাবের আহমদের ছেলে।

[৬] পুলিশ সুপার জুয়েল বলেন, রবিবার ভোরে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লক এবং ৪-এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী পাহাড়ের নুর আলমের টং দোকানের সামনে গোপনে পুলিশের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন সন্দেহজনক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে একজনকে আটক করা হয়। তবে অন্যজন পালিয়ে যায়। পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে দেশিয় তৈরি একটি বন্দুক ও একটি গুলি উদ্ধার করা হয়।

[৭] তিনি বলেন, ‘আটক ব্যক্তি মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সক্রিয় সদস্য। অপরাধ সংঘটনের উদ্দেশ্যে পলাতক আসামিরাসহ সশস্ত্র অবস্থান নিয়েছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়