শিরোনাম
◈ শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ◈ আসছে বড় সুখবর, ২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন চাকরিজীবীরা, দেখুন তালিকা ◈ যে ওভারকোট জিয়া পরিবারের আর কখনো ফেরত দেওয়া হয়নি ◈ জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী এক বছরে উপহার পেয়েছেন ১৫ ভরি সোনা, রয়েছে নগদ ১৮ কোটি টাকা ◈ নতুন বছরে কমলো জ্বালানি তেলের দাম ◈ হলফনামায় প্রকাশ: কে কত ধনী — শীর্ষ রাজনীতিবিদদের আয় ও সম্পদের চিত্র ◈ বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের নজরদারিতে নোয়াখালীর সহকারী কোচ নিয়াজ খান ◈ ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য রেকর্ড ১৫ কোটি টিকেটের আবেদন   ◈ ব্রা‌জি‌লিয়ান রবের্তো কার্লোস হাসপাতালে, হয়েছে অস্ত্রোপচারও: কেমন আছেন কিংবদন্তি ফুটবলার? ◈ মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়: তারেক রহমান

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৯:০৩ রাত
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৯:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকির ঘটনায়

বাঁশখালীর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী সাময়িক বরখাস্ত

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম): [২] নানা ধরনের বক্তব্য রেখে সমালোচিত হওয়া চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেওয়ার ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

[৩] গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইউপি ১ শাখার সিনিয়র সহকারি সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্ত করার এ তথ্য জানা যায়।

[৪] স্থানীয় সুত্র মতে বাঁশখালীর চাম্বল ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক এবং ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী গত ৬ নভেম্বর মুজিবুল হক চৌধুরী চাম্বলের এক পথসভায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দিয়ে বক্তব্য রাখেন। সে বক্তব্য দেওয়ার ভিডিও সাড়ে ১৮ মিনিটের বক্তব্য ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়লে এবং বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে এই বক্তব্যকে ‘সহিংস বক্তব্য’ হিসেবে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দফতর। এরপর থেকে এ বিষয় নিয়ে আলোচনা চলতে থাকে।

[৫] এদিকে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইউপি ১ শাখার সিনিয়র সহকারি সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন মতে, চাম্বলের এক পথসভায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দিয়ে বক্তব্য প্রদান করে অসদাচরণের অপরাধ করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো বলে উল্লেখ করেন। 

[৬] এছাড়া আরো নানা কারণে সে বিতর্কে জড়িয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করলে দীর্ঘ সময় পর সেখানে পুনরায় নির্বাচন অনুষ্টিত হলে গত বছরের ১২ অক্টোবর মুজিবুল হক চৌধুরী চাম্বল ইউনিয়নের দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন।

[৭] বৃহস্পতিবার (২৯ ফেব্রয়ারি) সন্ধ্যায় মামলার ব্যাপারে জানার জন্য চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে ফোন করা হলেও ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি। 

[৮] এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিনা আক্তার বলেন, চাম্বলের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করে ১০ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে বলে তিনি জানান। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়