শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৪৪ বিকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলে আন্তঃজেলা ছিনতাইকারী দলের ৪ সদস্য গ্রেপ্তার 

স্বপন দেব, মৌলভীবাজার: [২] শ্রীমঙ্গলে আন্তঃজেলা ছিনতাইকারী দলের ৪ সক্রিয় সদস্য গ্রেপ্তার ও ছিনতাই হওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

[৩] শ্রীমঙ্গল থানার এস আই তাপস চন্দ্র রায় অফিসার ফোর্সের সহায়তায় ২৬ ফেব্রুয়ারি  সিলেট জেলার বিভিন্ন থানা এলাকায়  অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য ১. কামাল মিয়া ২. মোঃ হোসেন আহমদ ওরফে তৌফিক ৩. মোঃ বাবুল আহমদ ৪. বেলাল আহমেদ ওরফে জাকির প্রকাশ জাকারিয়া মোল্লা গ্রেপ্তার করা হয়।

[৪] পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীরা গত ১১ ফেব্রুয়ারি বেলা ১২ টায় শ্রীমঙ্গল থানার আশিদ্রোন ইউপির অন্তর্গত রামনগর গ্রামে শ্রীমঙ্গল টু সিন্দুরখান গামী পাকা রাস্তার উপর একটি সিএনজি গাড়ির গতিরোধ করে নগদ চার লক্ষ আটচল্লিশ হাজার চারশত ছয়ত্রিশ টাকা ও ১টি বাটন মোবাইল ফোন ছিনতাই করে  এবং গত ৬ ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টায় শ্রীমঙ্গল থানার উত্তরসুর এলাকার বিসিক শিল্প নগরীর সামনে শ্রীমঙ্গল টু হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপর একটি সিএনজি গাড়ির গতিরোধ করে নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়  

[৫] এস আই তাপস চন্দ্র রায় জানান, ঘটনাস্থলের আশপাশের ও ব্যাংকের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীদের পরিচয় ও অবস্থান সনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়। আসামীদের নিকট হতে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ছিনতাই হওয়া নগদ চব্বিশ হাজার সাতশত দশ টাকাসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক ছিনতাই ও চুরি মামলা বিচারাধীন রয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়