শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৫৬ বিকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে কারাগারে কয়েদির মৃত্যু

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ: [২] ঝিনাইদহ জেলা কারাগারে নারী ও শিশু নির্যাতন মামলায় ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত মিলন লস্কর নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

[৩] মৃত কয়েদি মিলন লস্কর (৩০) হলেন সদর উপজেলার পবহাটি গ্রামের আতিয়ার লস্করের ছেলে।

[৪] ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মহিউদ্দীন হয়দার বলেন, কারাগারেরর চিত্রা ওয়ার্ডের কয়েদি ছিলেন মিলন লস্কর। সোমবার ফজরের নামাজ আদায় শেষে সকাল সাড়ে ৬টার দিকে মিলন অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে চিকিৎসার জন্য কারাগার থেকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] তিনি আরও জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ২ জানুয়ারি মিলনকে ১৪ বছরের কারাদণ্ডের রায় প্রদান করে ঝিনাইদহ আদালত। এরপর থেকে কারাগারের চিত্রা ওয়ার্ডে রাখা হয়েছিল তাকে। হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়