শিরোনাম
◈ ঢাকার বংশালে পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে অন্তত ৩ নিহত ◈ ভূমিকম্পে ঢাকায় আরমানীটোলায় ভবন ধস, হেলে পড়েছে কলাবাগান, মাতুয়াইল ও নিউমার্কেটের পাশের একটি ভবন ◈ 'এখনই তত্ত্বাবধায়ক' দাবি থেকে কেন সরে এলো বিএনপি ও জামায়াত? ◈ ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতাও ◈ আর্থিক দুর্নীতির মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে দিল্লির আদালতে চার্জশিট জমা ◈ হামজা চৌধুরীর অভিনন্দন বার্তা পে‌য়ে বিস্মিত মুশফিকুর র‌হিম ◈ ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প ◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:২৬ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক দূর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী গুরুতর আহত

রতন কুমার, ডোমার (নীলফামারী): [২] ডোমারে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে বাধঁন রায় নামে এবারের এক এসএসসি পরিক্ষার্থী। দূর্ঘটনার দিন তার ইংরেজি দ্বিতীয় পত্রের পরিক্ষা ছিল। উক্ত পরিক্ষার দিন কেন্দ্রে যাওয়ার পথে বাধঁন রায়ের বহনকারী অটোরিক্সাটির সাথে বিপরীতমূখী অপর একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বাধঁন রায়। বর্তমানে সে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।

[৩] বৃহষ্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরিক্ষা দিতে ডোমার সি/৬০৭, চিলাহাটি গালস্ স্কুল পরিক্ষা কেন্দ্রে অটোরিক্সা যোগে যাচ্ছিল বাধঁন রায়। পথিমধ্যে চিলাহাটি এলাকায় দূর্ঘটনায় পতিত হয় বহনকারী অটোরিক্সাটি। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে অবস্থার অবনতি ঘটলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালে রেফার্ড করেন। বাধঁন রায় উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের সুবাশ রায়ের ছেলে ও চিলাহাটি মার্চেন্ট স্কুলের এবারের এসএসসি ব্যাচের পরিক্ষার্থী।

[৪] চিলাহাটি মার্চেন্ট স্কুলের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম দূর্ঘটনায় পরিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বাধঁন রায় বর্তমানে রংপুর মেডিক্যালে চিকিৎসাধিন রয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়