শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৩, ০৯:৩৭ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৩, ০৯:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরকীয়ায় ধরা খেয়ে গণধোলাই 

আবু হাসাদ, রাজশাহী: [২] পুঠিয়ায় পরকীয়ার জেরে ধরা খেয়ে আব্বাস মোল্লা (৪৩) নামের এক ব্যক্তিকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। পরে পুঠিয়া থানা পুলিশে সোপর্দ করে তারা।

[৩] সোমবার সকাল ছয়টার দিকে পুঠিয়ার ফুলবাড়ি গ্রামে এঘটনা ঘটে। দিনভর মীমাংসা করার চেষ্টা করে এলাকাবাসী। তারা ব্যর্থ হয়ে থানায় খবর দিলে পুলিশ আব্বাসের প্রেমিকা লুৎফা বেগম (৩৩) সহ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

[৪] আব্বাস মোল্লার  পুঠিয়া পৌর এলাকার ঝলমলিয়া গ্রামের বাসিন্দা। বদর মোল্লার ছেলে। তার প্রেমিকা লুৎফা বেগম পুঠিয়ার ফুলবাড়ি গ্রামের মৃত বাউল শিল্পী সাইদুল ইসলামের স্ত্রী। আব্বাস ও তার প্রেমিকা দুইজনেরই দু'টি করে সন্তান রয়েছে। 

[৫] লুৎফা বেগম জানান, দুই বছর ধরে আব্বাসের সাথে তার সম্পর্ক গড়ে উঠে। এরপর থেকে প্রায় রাতে আব্বাস তার বাড়ি আসতো। তার প্রেমিক তাকে বিয়ের কথা দিয়েছিল। অন্যান্য দিনের মত রোববার দিবাগত রাত তিনটার দিকে সে আমার বাড়িতে আসে। আমরা শারীরিকভাবে মেলামেশা করি। সোমবার সকালে গ্রামের লোকজন এসে তাকে ধরে ফেলে। এখন সে তাকে বিয়ে করতে রাজি নিয়ে। 

[৬] স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হাসান মিলন জানান, সোমবার দিনভর বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হই। পরে থানায় খবর দিলে সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ তাদের নিয়ে যায়। 

[৭] পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, এঘটনায় এখনো মামলা হয়নি। তারা দুইজন আমাদের হেফাজতে আছে। প্রেমিকা বিয়ের দাবি করছে কিন্তু প্রেমিকা রাজি হচ্ছে না। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়