শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৭:৩৫ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিসিক ১ম সাধারণ সভা অনুষ্ঠিত, প্যানেল মেয়রসমূহ নির্বাচিত

আশরাফ চৌধুরী, সিলেট: [২] সিলেট সিটি করপোরেশন (সিসিক) প্যানেল মেয়র নির্বাচিত করেছেন কাউন্সিলররা। তবে ভোট দানে বিরত ছিলেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছেন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়েছেন ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন ও প্যানেল মেয়র-৩ নির্বাচিত হয়েছেন সংরক্ষিত ৫ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর শাহানা বেগম শানু। 

[৩] সোমবার (০৪ ডিসেম্বর) দুপুরে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিমা ইয়াসমিনের পরিচালনায় সিসিকের প্রথম সভায় পঞ্চম পরিষদের প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়।  

[৪] এতে কাউন্সিলদের ভোটে নতুন প্যানেল মেয়ররা নির্বাচিত হয়েছেন বলে জানান সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর। তিনি জানান, নির্বাচনে মোট ৫৬ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। পরিষদের সবাইকে সমান ভাবে মূল্যায়ন করার প্রেক্ষিতে ভোট দানে বিরত ছিলেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। 

[৫] এসময় মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন- “গত ২১ জুন আমিসহ পরিষদের সবাইকে ভোট দিয়ে বিজয়ী করেছেন তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। নগরের উন্নয়ন ও জনগণের স্বার্থে আমরা যেকোন পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর।

[৬] তিনি আরও বলেন, আমি, আপনি-আমরা সবাই মিলে সিলেটকে একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলবো। সিলেট হবে বাংলাদেশের অন্যতম একটি স্মার্ট নগরী। এর আগে সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নগর ভবনের সম্মেলন কক্ষে মেয়র মো. আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিমা ইয়াসমিনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। 

[৭] সভার শুরুতে নতুন পরিষদকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন  মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি বলেন, সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা- কর্মচারী ও নাগরিকদের মতামত নিয়েই নগরীর উন্নয়নে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। সিলেট নগরের উন্নয়নে আমরা সবাই এক এবং অভিন্ন। সকল রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে থেকে নগরবাসীর প্রত্যাশা পূরণে আমরা একসঙ্গে কাজ করতে চাই।’

[৮] তিনি বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহিদদে শ্রদ্বার সাথে স্মরন করেন এবং ১৫ই আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহিদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানান।

[৯] সভায় উপস্থিত ছিলেন ৪২ টি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও  ১৪ টি ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ।

[১০] এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানসহ সিলেট সিটি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পাদনা: এ আর শাকিল


প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়