শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৩, ১২:২৯ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৩, ১১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমিকম্পে কুমিল্লায় পোশাক কারখানা ধসের গুজব, আহত অর্ধশতাধিক শ্রমিক

রুবেল মজুমদার, কুমিল্লা: [২] ভূমিকম্পের সময় কুমিল্লার চৌদ্দগ্রামের উপজেলার ছুপুয়া আমির শার্টস নামক গার্মেন্টসে শ্রমিকরা আতঙ্কিত হুড়াহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে। 

[৩] খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহত শ্রমিকদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসছে।

[৪] বিষয়টি শনিবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার দিদারুল আলম।

[৫] স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৩৫ মিনিটে ভূমিকম্পে কেপে উঠলে আমির শার্টস গার্মেন্টেসের শ্রমিকরা আতঙ্কিত হয়ে হুড়াহুড়ি করে নামতে চেষ্টা করে। এ সময় গার্মেন্টসটির প্রধান ফটক বন্ধ থাকায় গুজব ছড়িয়ে পড়ে গার্মেন্টসটি ধসে পড়েছে। এতে অন্যান্য শ্রমিকরা আতঙ্কিত হয়ে প্রধান ফটকের তালা ভেঙে বের হওয়ার সময় পদদলিত হয়ে অর্ধশতাধিক নারী-পুরুষ শ্রমিক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ গিয়ে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসতেছে। 

[৬] চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার দিদারুল আলম বলেন, আমরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পরবর্তীতে আহতদের সঠিক সংখ্যা জানা যাবে।

[৭] চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু বলেন, আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৫জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। 

[৮] চৌদ্দগ্রাম থানার ভওসি ত্রিনাথ সাহা বলেন, ভূমিকম্পে আতঙ্কিত হয়ে আমির শার্টস গার্মেন্টেসে পদদলিত হয়ে অনেক শ্রমিক আহত হয়েছে। আমরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। উদ্ধার শেষে আহতদের উদ্ধার সংখ্যা বলা যাবে। 

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়