শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ০১:২৯ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিখরকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন ক্রিকেট তারকা সাকিব

মনোনয়ন ফরম জমা দিলেন সাকিব

নাঈমুর রহমান ও মো. সাইফুল্লাহ, মাগুরা: [২] বৃহস্পতিবার বেলা  সাড়ে ১২টার দিকে মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ে মাগুরা-১ আসনে (মাগুরা সদর- শ্রীপুর) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মনোনয়নপত্র জমা দেন।

[৩] মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের  হাতে মনোনয়নপত্র জমা দেন সাকিব। একইসঙ্গে মাগুরা-২ আসনের মনোনয়নপত্র জমা দেন সাবেক মন্ত্রী ও বর্তমান  সংসদ সদস্য  ড.  বীরেন শিকদার।

[৪] সাকিবের সঙ্গে মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ্, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডুসহ দলের জেলা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

[৫] মনোনয়ন পত্র জমা দেওয়ার পর শোকজের বিষয়ে সাকিব বলেন- শোকজের নোটিশ পেয়েছি। চিঠিতে কী লেখা আছে- তা দেখে জবাব দেবো। প্রতিশ্রুতির বিষয়ে তিনি বলেন- মাত্র ফরম জমা দিলেন। এখনো অফিসিয়াল কার্যক্রম বাকী। এ বিষয়ে পরে কথা বলবো।

[৬] এ সময় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বলেন, প্রধানমন্ত্রী সাকিব আল হাসানকে মনোয়ন দেয়ার পর আমরা নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছি। আমরা খুবই আশাবাদী সাকিবকে বিপুল ভোটে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপহার পাঠাবো। সম্পাদনা: তারিক আল বান্না

প্রতিনিধি/এনএইচ/টিএবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়