উত্তম হাওলাদার, কলাপাড়া: [২] দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ’র মশাল মার্কার মনোনয়ন পত্র জমা দিয়েছেন কলাপাড়া উপজেলা জাসদ সভাপতি সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।
[৩] মঙ্গলবার দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে মনোনয়ন বোর্ডের কাছে তার মনোনয়ন পত্র জমা দেওয়া হয়। এ সময় উপজেলা জাসদ সাধারণ সম্পাদক উত্তম দাসসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
[৪] এর আগে সোমবার জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংসদ শিরিন আখতার’র কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।
[৫] বিশ্বাস শিহাব পারভেজ মিঠু কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য, নির্ভীক গণমাধ্যম, জাসদ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি।
[৬] তিনি বলেন, ১১৪ পটুয়াখালী-৪ নির্বাচনী এলাকা কলাপাড়া-রাঙাবালী-মহিপুর ও কুয়াকাটার সর্বস্তরের জনগণের সাথে আছি, পাশে থাকতে চাই। আগুন সন্ত্রাসের অপশক্তিকে প্রতিহত করতে সাংবিধানিক সংকট উত্তরনে ৭ জানুয়ারী ২০২৪ সারাদিন মশাল মার্কায় ভোট দিন।
প্রতিনিধি/একে