আইনুর ইসলাম, বগুড়া: [২] হরতাল সমর্থনে বগুড়ায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে জামায়াত। সোমবার সকাল সোয়া ৮টার দিকে শহরের কানুছগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করে নেতাকর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ঘটনাস্থল থেকে সড়ে যায়।
[৩] এর আগে, জামায়াতের পক্ষ থেকে সকাল সোয়া সাতটার দিকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের নামাজগড় এলাকা থেকে শুরু হয়ে নূরানী মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়।
[৪] বগুড়া জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, 'জামায়াতের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক ব্লক করার চেষ্টা করেছিল। ভীতিকর পরিস্থিতি তৈরী করতে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছালে তারা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস