শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৩, ১১:৩২ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৩, ১১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের ‍মৃত্যু

অপু রহমান, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। 

এর আগে মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর উপর এ ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এসময় পুলিশ নিহতের পকেটে থাকা ২২৫০ টাকা উদ্ধার করে। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, কাঁচপুর সেতুর উপর দুই অজ্ঞাত ব্যক্তি এক মোটরসাইকেলযোগে এসে ওই ব্যক্তির বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় তাকে মদনপুরের আল বারাকা হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহটি হাসপাতাল রয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তবে কেন তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা এখন বলা সম্ভব হচ্ছে না। পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটতে পারে। তবে তদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়