শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৩, ০৮:৩৩ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৩, ০৮:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনসিডিল-বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর: [২] পৃথক দুটি অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেনসিডিল ও ২২ বোতল বিদেশী মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফরিদপুর র‌্যাব-১০। মঙ্গলবার (০৩ অক্টোবর) বিকালে ফরিদপুর র‌্যাব-১০, সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক কে এম শাইখ আকতারের দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

[৩] গ্রেপ্তার হওয়া ওই দুই মাদক কারবারি হলেন- ঝিনাইদহের বেপারীপাড়া এলাকার আবুল বাশারের ছেলে নাজিবুল হোসেন ওরফে নাজমুল (৫২) ও বরিশালের মুলাদী থানার বাটামারা এলাকার আবুল হোসেন হাওলাদারের ছেলে মো. রাসেল (৩১)।

[৪] এর আগে সোমবার (০২ অক্টোবর) দুপুরে ফরিদপুরের মধুখালী এলাকায় অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেনসিডিল সহ নজিবুল হোসেন ওরফে নাজমুলকে ও একইদিন বিকালে ঢাকার কেরাণীগঞ্জ মডেল এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে ২২ বোতল বিদেশী মদসহ মো. রাসেলকে গ্রেপ্তার করে ফরিদপুর র‌্যাব-১০।

[৫] গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক কে এম শাইখ আকতার বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল ও বিদেশী মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কেরাণীগঞ্জ ও ফরিদপুরের মধুখালীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

[৬] গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা দায়ের করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা। সম্পাদনা: এ আর শাকিল


প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়