শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৪৬ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়পুরহাটে বারোমাসী তরমুজ চাষে সফল চাষীরা

মতলুব হোসেন, জয়পুরহাট: [২] খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত শস্যভান্ডার জয়পুরহাট জেলায় এখন বিদেশী জাতের বারোমাসী তরমুজ চাষে ব্যাপক সফলতা পেয়েছে এখানকার চাষীরা। মাত্র ৪০ দিনের মধ্যে গাছে ফুল ও কুড়ি আসে আর ৭০ থেকে ৮০ দিনের পরিপক্ক হয়ে মাচায় ডগায় ডগায় ঝুলে পড়ে এ তরমুজ। ভিতরে লাল, হলুদ রং এর তরমুজ, রসালো আর খেতে মিষ্টি ও খুব সু-স্বাদ হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। 

[৩] তরমুজ চাষীদের সাথে কথা বলে জানা যায়, তরমুজ চাষের জন্য প্রথমে মাচা, বেড, সুতা, বাঁশসহ অন্যান্য খরচ হয় প্রতি বিঘায় ৪০ থেকে ৪৫ হাজার টাকা। আর তরমুজ বিক্রি হয় ১ লাখ ৩০ থেকে ৪০ হাজার টাকা। এতে কৃষকের লাভ হয় প্রায় ১ লাখ টাকার মতো। একই মাচায় এরপর দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে তেমন কোন খরচ নেই শুধু বীজ ক্রয় করতে হয়।

[৪] জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ জেলায় বারোমাসী তরমুজ চাষ হয়েছে ৪শ’ বিঘা। নিবিড়তা বৃদ্ধিকরণের আওতায় তরমুজ ক্ষেতগুলোতে নেওয়া হয়েছে আর্গানিক ও মালচিং পদ্বতি। পোকামাড়ক দমনে ব্যবহার করা হচ্ছে ফেরোমন ফাঁদ ও ইয়েলো কার্ড। এ জেলায় ব্যাক বেবি, সুগার কিং, মধুমালা, তৃপ্তি, কালিয়া, গোল্ডেন ক্রাউন, ইয়েলো হানি, ইয়েলো বার্ড, রবি, বাংলালিংক, অনুভব, বেঙ্গল টাইগার জাতের তরমুজ চাষ হচ্ছে। প্রতিটি তরমুজের ওজন ২ থেকে ৪ কেজি। প্রতি কেজি তরমুজ পাইকারি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা ও মান ভেদে ৪০ থেকে ৫০ টাকাও বিক্রি হচ্ছে। 

[৫] জেলার পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে সব চেয়ে বেশি তরমুজ চাষ হয়েছে।  

[৬] পাঁচবিবি উপজেলার ভাড়াহুত গ্রামের তরমুজ চাষী ও ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, আমি ২ বিঘা জমিতে তরমুজ করেছি। জমিতে বেড তৈরি করে মাটির সঠিক আর্দ্রতা ধরে রাখতে মালচিং পেপার দিয়ে ঢেকে রাখি। এরপর ১৮ ইঞ্চি পর পর বিদেশী জাতের গোল্ডেন ক্রাউন, ইয়েলো হানি, ব্ল্যাক বেবি ও মধুমালা জাতের তরমুজের বীজ রোপণ করি। মাত্র ৩৫ থেকে ৪০ দিনের মধ্যে গাছে ফুল ও কুড়ি আসে এরপর ৭০ থেকে ৮০ দিনের মধ্যে পরিপক্ক হয়ে মাচায় ডগায় ডগায় ঝুলে পড়ে এ তরমুজ। ২ বিঘা জমিতে ১ম পর্যায়ে মোট খরচ হয়েছে ৭০ হাজার টাকা। কিন্তু গাছ ভাল না হওয়ায় ফলন একটু কম পেয়েছি তারপরও সে তরমুজ বিক্রি করেছি ১ লাখ ৫০ হাজার টাকা এতে লাভ হয়েছে ৮০ হাজার টাকা। ২য় পর্যায়ে খরচ হয়েছে ৪০ হাজার টাকা আর তরমুজ বিক্রি করেছি ১ লাখ ৭০ হাজার টাকা এতে লাভ হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা। তিনি আরো বলেন, আমি এখানকার তরমুজ পাইকারী কিনে বগুড়া, নওগাঁ, রাজশাহী সহ ঢাকার ৭/৮টি বাজারে বিক্রি করে থাকি।

[৭] অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মো. মজিবুর রহমান জানান, জয়পুরহাটে চলতি মৌসুমে প্রায় ৪শ’ বিঘা জমিতে এবার মাচায় তরমুজ চাষ হয়েছে। এ জেলায় কৃষকেরা ধান ও আলুর চাষ করতে বেশী আগ্রহী। ধান ও আলুর চাষ বাদে এ ধরণের ফল চাষ করে অধিক লাভবান হচ্ছে।

[৮] তিনি আরও বলেন, তরমুজ চাষ করে বর্তমান তারা সফল হওয়ায় এ বারোমাসী তরমুজ চাষ নিয়ে এলাকার কৃষকের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। এ দিকে বেসরকারী সংস্থা জাকস ফাউন্ডেশন ও এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো) এর সমন্বিত কৃষি ইউনিটে আওতায় এ জেলায় তরমুজ চাষে ব্যাপক সাড়া ফেলেছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়