শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০২:৩০ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুদকের মামলায় ফরিদপুরে ওজোপাডিকোর পিয়ন কারাগারে

প্রতিকী ছবি

হারুন-অর-রশীদ, ফরিদপুর: [২] দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ফরিদপুরে মধুখালীর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) মোকছেদ মোল্যা (৫৪) নামের এক পিয়নকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

[৩] সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. আকবর আলী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

[৪] মোকছেদ মোল্যা ফরিদপুর জেলা সদরের কবিরপুর এলাকার মৃত আব্দুল মালেক মোল্যার ছেলে। সে মধুখালী উপজেলায় ওজোপাডিকোর পিয়ন পদে কর্মরত বলে জানিয়েছেন দুদক ফরিদপুর জেলা কার্যালয়। 

[৫] আদালত সূত্রে জানা যায়, মোকছেদের বিরুদ্ধে ৪৭ লাখ ১ হাজার ১২০ টাকা অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে ৩১ লাখ ৯০ হাজার ৪শ’ ২০ টাকার তথ্য গোপন করার দায়ে একটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যার মামলা নং-০১/২৩। এ মামলায় স্বেচ্ছায় আদালতের হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে মোকছেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

[৬] রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. মজিবুর রহমান বলেন, দুদকের মামলায় মোকছেদ মোল্যা নামের ওজোপাডিকো'র এক পিয়ন আদালত হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। পরে তাকে পুলিশ পাহারায় ফরিদপুরের কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়