শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:৪৪ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলফাডাঙ্গায় শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

সনতচক্রবর্ত্তী, বোয়ালমারী (ফরিদপুর): [২] জেলার আলফাডাঙ্গা উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ও অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীবৃন্দের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হয়। ত্রি-বার্ষিক সম্মেলনে আলফাডাঙ্গা শিক্ষক সমিতির সভাপতি (বিটিএ) মো. আ: রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় শিক্ষক সমিতির সহ-সভাপতি (বিটিএ) আযাদ আবুল কালাম।

[৩] বিশেষ অতিথি ছিলেন, বৃহত্তর ফরিদপুরের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: সিদ্দিকুর রহমান। উদ্বোধক ছিলেন, ফরিদপুর শিক্ষক সমিতির সভাপতি মো. ইস্রাফিল মোল্যা। প্রধান বক্তা ছিলেন, শিক্ষক সমিতির ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম।

[৪] সম্মানিত অতিথবৃন্দ ছিলেন, শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বোয়ালমারী উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মৃধা আবুল হাশেম সিদ্দিকী, বৃহত্তর ফরিদপুর আঞ্চলিক সদস্য মো. আব্দুর রহিম মিয়া, ফরিদপুর সদর উপজেলা শাখার সভাপতি এ.কে.এম ইউছুব আলী মোল্যা, সালথা উপজেলা শাখার সভাপতি খায়রুল আলম এনায়েত, ফরিদপুর সদর উপজেলার শাখার সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান।

[৫] অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, আলফাডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন। ধন্যবাদান্তে-মো. মাযহারুল আনোয়ার, আহবায়ক, সম্মেলন বাস্তবায়ন কমিটি ও প্রধান শিক্ষক, জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট।

[৬] সম্মেলন শেষে আলফাডাঙ্গা আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও শিরগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী মৃধাকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয় আলফাডাঙ্গা উপজেলা শাখার।

[৭] এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়