শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:২৬ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে মুরগীর ট্রাকে ডাকাতির ঘটনায় ৪ ডাকাত গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর: [২] জেলার নগরকান্দায় একটি মুরগীর ট্রাকে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই চারজন মুরগীর ট্রাকে ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত বলে দাবি পুলিশের।

[৩] শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাদের গ্রেপ্তারের বিষয়টি জানান পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান। 

[৪] গ্রেপ্তাররা হলেন- আ. সালাম বেপারী (৪২), মো. সোহেল সরদার (৩০), মো. রুবেল আকন (৪০) ও পাভেল খান (৩২)। তাদের সবার বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার যদুয়ার চর গ্রামে।

[৫] সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, দীর্ঘদিন বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাকাতদল সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টার পর নগরকান্দা থানার একটি টিম গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞেসাবাদে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবী পুলিশ সুপারের।

[৬] এ সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

[৭] প্রসঙ্গ, এ বছরের ০২ এপ্রিল ফরিদপুরের নগরকান্দার বাসাগাড়ি এলাকায় একটি মুরগীর ট্রাকে ডাকাতির ঘটনা ঘটে। সে সময় ট্রাকে থাকা মুরগী কেনার ৫ লক্ষ ৮৬ হাজার টাকা নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়