এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া: [২] জেলার আশুগঞ্জে গাঁজা বোঝাই একটি মাইক্রোবাস সহ আবুল বাশার (৩৫) নামের এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
[৩] গ্রেফতারকৃত আবুল বাসার বরগুনা জেলার আমতলী থানা এলাকার গুলিশখালী গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। এ সময় মাইক্রোবাস থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
[৪] আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি মাইক্রোবাসে তল্লাশি করে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়।
[৫] তিনি জানান, এই ঘটনায় মামলা দায়েরের পর দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস