মো. রেজাউল করিম, শ্রীনগর: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে জাঁকজমকপূর্ণ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার শ্রীধরপুর ডায়মন্ড ক্লাবের মাঠে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির।
শ্রীধরপুর ডায়মন্ড ক্লাবের সভাপতি এখলাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন,সাবেক চেয়ারম্যান সেলিম তালুকদার, চুড়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল,মুক্তিযোদ্ধা জমির আলী, হাজি বাবুল, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখ, পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রায়হান মিথুন,উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন পলাশ, সরকারি শ্রীনগর কলেজ ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম লিমন প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা তাতী লীগের সভাপতি এনামুল হক বাচ্চু।
আজকের খেলায় নানা নাতি স্পোর্টিং ক্লাব চৌকিঘাট তরুণ সংঘকে পরাজিত করে বিজয়ী হয়।