শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:০৯ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে ভাতিজার মামলায় চাচাসহ গ্রেপ্তার ৩

কুয়াকাটা, কলাপাড়া (পটুয়াখালী): [২] পটুয়াখালীর মহিপুর থানার মৎস্য বন্দর আলীপুরে ভাতিজার হাত পায়ের রগ কেটে দেওয়ার মামলায় চাচা শাহীন হাওলাদারসহ তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর ) রাতে জেলার মির্জাগঞ্জ উপজেলার প্রত্যন্ত একটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

[৩] মামলার তদন্ত কর্মকর্তা মহিপুর থানার এস আই রাসেল সরদার জানান, মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামী শাহীন হাওলাদারসহ তার সহযোগী অপর দুই আসামী রাজু এবং রিয়াজকে শুক্রবার (২২ সেপ্টেম্বর ) বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

[৪] পরিবারের মধ্যে জমিজমার বিরোধের জের ধরে বুধবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে  ৯টার দিকে মহিপুর থানার আলীপুরে সৎ চাচা শাহীন হাওলাদারের নেতৃত্বে ভাতিজা মোঃ হালিম হাওলাদারের হাত-পায়ের রগ কেটে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জনের নামে মহিপুর থানায় মামলা হয়েছে। বর্তমানে হালিম হাওলাদার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

[৫] মহিপুর থানার ওসি মোঃ ফেরদাউস আলম খান জানান, তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে সক্রিয় রয়েছে। সম্পাদনা: এ আর শাকিল


প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়