শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০১:২৯ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মমেকে ৫০ কোটি টাকার টেন্ডার ভাগ করে নিলো ৬ সিন্ডিকেট দল

আব্দুল্লাহ আল আমীন: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের প্রায় ৫০ কোটি টাকার টেন্ডার কার্যক্রম। এতে ২৭টি শিডিউল দাখিল হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শিডিউল দাখিলের নির্ধারিত সময় শেষে ক্রেতাদের উপস্থিতিতে খোলা হয় টেন্ডার বক্স।

তবে এর আগেই যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ প্রভাবশালী ৬টি সিন্ডিকেট দল এই টেন্ডারের কাজ ভাগাভাগি করে নেয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদাররা। আর এ সবই হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের জ্ঞাতসারে। এনিয়ে প্রকৃত ঠিকাদারদের মাঝে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হলেও প্রকাশ্যে মুখ খুলছে না কেউ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এই টেন্ডারকে কেন্দ্র করে সকাল থেকেই হাসপাতালের পরিচালক কার্যালয়ের সামনে ও আশপাশ এলাকায় নজীরবিহীন নিরাপত্তা জোরদার করে র‌্যাব, থানা পুলিশ ও ডিবি পুলিশের বিপুল সংখ্যক সদস্য। এতে গোয়েন্দা সদস্যদের অবস্থান ছিল লক্ষ্যনীয়। এ সময় পরিচালকের কার্যালয়সহ আশপাশ এলাকায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মেডিকেল ছাত্রলীগসহ সাবেক ছাত্রলীগের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে এই সিডিউল কার্যক্রম।

এর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাংবাদিকদের বাইরে রেখে হাসপাতালের হল রুমে টেন্ডারে অংশ নেওয়া শিডিউল ক্রেতাদের নিয়ে টেন্ডার কার্যক্রমের আনুষ্ঠানিকতা শেষ করেন। তবে এবিষয়ে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে কোন তথ্য জানানো হয়নি।

এ সময় হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্টদের সাথে বার বার চেষ্টা করলেও উপস্থিত সাংবাদিকদের কোন তথ্য জানানো হয়নি। তবে টেন্ডার কার্যক্রম শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম।

এদিকে এই টেন্ডার ইস্যুতে এক সংক্ষুব্ধ ঠিকাদার উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করেছেন। যার তথ্য হাসপাতাল কর্তৃপক্ষের ইমেইলে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। তবে এবিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষের কোন বক্তব্য জানা যায়নি।

বিকালে  হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস জানান, টেন্ডার কমিটি যাচাই-বাছাই করে এই বিষয়ে সিদ্ধান দিবেন। এর বাইরে আমার কোন বক্তব্য নেই।

প্রসঙ্গত, চলতি মাসের শুরু থেকে হাসপাতালের যন্ত্রপাতি ক্রয় সংক্রান্ত প্রায় ৫০ কোটি টাকার ঠিকাদারি কাজের শিডিউল বিক্রির কার্যক্রম শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর থেকেই জেলা যুবলীগ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের দুইটি পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে গত ১৩ সেপ্টেম্বর দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও স্বশস্ত্র মহাড়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়