শিরোনাম
◈ শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেফতার (ভিডিও) ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়া ◈ ‘ভারত ফের হামলা না করলে দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান’ ◈ ঈদের আগের দুই শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা ◈ পুলিশের শীর্ষস্থানীয় ১৫ কর্মকর্তাকে বদলি ◈ ভারত থেকে এভাবে 'পুশ–ইন' সঠিক নয়: নিরাপত্তা উপদেষ্টা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি করবে ◈ সোহান ও অঙ্কনের সেঞ্চুরি, নিউ‌জিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ এ’ দল ◈ ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত’ ◈ যে কারণে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম চীন যুদ্ধও!

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৩, ০২:৪৬ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২৩, ০২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাড়াটিয়ার ঘর থেকে বাড়ির মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আজিজুল ইসলাম, রায়পুরা (নরসিংদী): [২] রায়পুরায় ভাড়াটিয়ার ঘরে ঢুকে হানিফ মিয়া (৪৫) নামে এক বাড়ির মালিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

[৩] সোমবার (২৪ জুলাই) সকালে পৌরসভার হাসিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হানিফ মিয়া ওই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

[৪] স্থানীয়রা জানায়, দশ মিনিটের জন্য ভাড়াটিয়া তানজিনাকে বাইরে বের হতে বলে ঘরে ঢুকেন বাড়ির মালিক হানিফ। পরে ঘরের দরজা-জানালা লাগিয়ে ধরনার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

[৫] ভাড়াটিয়া তানজিনা সাংবাদিকদের জানায়, হানিফ মিয়া ঘরে ঢুকার পর সাড়া শব্দ পাওয়া যাচ্ছিলো না। পরে তানজিনা বিষয়টি হানিফ মিয়ার স্ত্রীকে জানালে তিনি এসে জানালার ফাঁক দিয়ে হানিফ মিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান। তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা জানাতে পারেনি নিহত হানিফের স্ত্রীসহ পরিবারের লোকজন।

[৬] রায়পুরা থানার পরিদর্শক মীর মাহাবুব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। এঘটনায় পরিবার থেকে একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়