আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ: ব্রহ্মপুত্রনদে ‘নাগরিক আহাজারি’ প্রতিপাদ্যে ময়মনসিংহে মানববন্ধন হয়েছে।
শুক্রবার (৯ জুন) ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্রহ্মপুত্র নদে হাঁটু পানিতে দাঁড়িয়ে অনুষ্ঠিত মানববন্ধনে নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান সভাপতিত্বে সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুল আমিন কালামের সঞ্চলনায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, শিক্ষক নেতা খন্দকার সুলতান আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন নেতারা।
বক্তারা ব্রহ্মপুত্র নদকে খাল বানানো থেকে রক্ষা করে সঠিকভাবে খনন করে পানি প্রবাহ স্বাভাবিক রাখা। দুইজোড়া আন্তঃনগর ট্রেন চালু, ময়মনসিংহ নগরী যানজট মুক্ত, ঢাকা-ময়মনসিংহ ডুয়েল ডাবল রেল লাইন স্থাপন, তিন হাজার শয্যার হাসপাতালসহ মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু, গ্যাসের আবাসিক সংযোগ পুনঃরায় চালুসহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন।
প্রতিনিধি/একে