শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৯:০১ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৩, ০১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতারণার মাধ্যমে কোটিপতি কাঁচামরিচ বিক্রেতা, নিঃস্ব ক্রেতা

মানববন্ধন

ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর): প্রতারণার মাধ্যমে কোটিপতি বনে গেছেন এক সময়ের কাঁচামরিচ বিক্রেতা। অসৎ উপায়ে অর্জিত টাকায় আলিসান ভবন ও দুটি শোরুমের মালিকও। আর প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়েছেন মাহিন্দ্র (থ্রি-হুইলার) ক্রেতারা। 

এই অভিনব প্রতারণার মুলহোতাসহ প্রতারণা কারীদের শাস্তির দাবিতে বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।    

জানা গেছে, যেন আলাদিনের চেরাগ পেয়েছেন এই অবিনব প্রতারণার মুলহোতা টাঙ্গাইলের মধুপুরের ইয়ামাহা সেলস্ সেন্টার ও মেসার্স আরিফ মটরসের স্বতাধিকার আইয়ুব আলী আরিফ। গত ১২/১৩ বছর আগেও তিনি ফুটপাতে কাঁচামরিচ বিক্রেতা ছিলেন। মাহিন্দ্র চালক ও মালিকদের বোকা বানিয়ে নিজের কোটিপতি বনে গেছেন আইয়ুব।

মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, কিস্তিতে গাড়ি  বিক্রির প্রলোভন দেখাতেন তিনি। শর্ত দিতেন গাড়ি কিনলে ব্ল্যাঙ্ক চেক দিতে হবে। শুধু ক্রেতারই নয়, জামিন দাতাকে ব্ল্যাঙ্ক চেক দিতে হবে। কিন্তু এদের মধ্যে অনেকের কিস্তি শেষ, আবার অনেকের কিস্তির টাকা ৬০ থেকে ৮০ ভাগ পরিশোধ দেওয়া হলেও ব্ল্যাঙ্ক চেক ফেরত দেননি। দিগুন ও তিনগুন টাকা হাতিয়ে নেওয়ার লক্ষে তিনি ক্রেতাদের নামেই টাঙ্গাইল আদালতে উল্টো চেক  ডিজঅনার মামলা করেন। 

এভাবে প্রায় ৭ শতাধিক ভুক্তভোগীর নামে চেক ডিজঅনার মামলা করেছেন আইয়ুব আলী। এসব মামলার স্বাক্ষীও আবার আইয়ুব আলীর ভাড়া করা নির্দিষ্ট ৪/৫ জন ব্যক্তি। আবার অনেকের গাড়ি ও কাগজ আটকে রাখলেও তাদের গাড়ি ক্রয়ের টাকা ফেরত দেননি। আবার এক গাড়ি কয়েকজনের কাছেও বিক্রি করেছেন আইয়ুব আলী। ভুক্তভোগীরা দীর্ঘদিন ধরে ঘুরছেন সরকারের বিভিন্ন দপ্তরে। কিন্তু প্রভাবশালীদের সাথে আইয়ুবের উঠা-বসা থাকায় তাকে শাস্তির আওতায় আনা যায়নি।

ভুক্তভোগী জুয়েল হোসেন নামে এক ব্যক্তি টাঙ্গাইল আদালতে প্রতারণার মামলা দিয়েছেন। সে মামলার প্রতিবেদনে পুলিশও বিষয়টি অবিনব প্রতারণা বলে উল্লেখ করেছেন। প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে তিনি পথে বসিয়েছেন শত শত মানুষকে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।

তার অভিনব প্রতারণার হাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় গতকাল বুধবার দুপুরে মানববন্ধন করে। মানববন্ধনে অংশ গ্রহণ করেন কালিয়াকৈর ও জয়দেবপুর, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর, টাঙ্গাইলের মধুপুর ও ঘাটাইল এবং রংপুর, নড়াইল, বরিশাল, পঞ্চগড়, বগুড়া, গাইবান্দা জেলা ও থানার ভুক্তভোগীরা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন-জুয়েল হোসেন, ইয়াসিন আলী, আরশেদ আলী, নাসির উদ্দিনসহ আরো অনেকে। এ সময় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রতারণার মাধ্যমে চেক ডিজঅনার মামলা প্রত্যাহার ও অসৎ উপায়ে কোটি কোটি টাকার পাহাড় গড়া মুলহোতা আইয়ুব আলী আরিফসহ প্রতারণাকারীদের শাস্তির দাবী জানান।

অভিযুক্ত ওই ইয়ামাহা সেলস্ সেন্টার ও মেসার্স আরিফ মটরসের স্বতাধিকার আইয়ুব আলী আরিফ মুঠোফোনে জানান, যারা আমার কিস্তি না দিছে, তাদের নামে আদালতে মামলা দিয়েছি। তবে অতিরিক্ত টাকার জন্য আমি কোনো মামলা দেয়নি।  

এব্যাপারে মধুপুর থানার মেহেদী হাসান রাব্বি মূঠোফোনে জানান, কয়েকজন ভুক্তভোগী ওই আইয়ুব আলীর নামে টাঙ্গাইল এসপি অফিসে অভিযোগের ভিত্তিতে আমার উপর তদন্তের ভার পড়ে। কিন্তু চেক ডিজঅনার মামলা এটা আদালতের বিষয়।
 
প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়