শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৫:৪০ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৫:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

এ এইচ সবুজ, গাজীপুর: গাজীপুর মহানগরীর টেকনগপাড়া এলাকায় অবস্থিত অবৈধ ওয়াশিং কারখানায় তিতাস গ্যাসের সরবরাহ লাইন থেকে অবৈধভাবে সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহার করার দায়ে কারখানার সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করা হয়েছে। 

বুধবার (৭ জুন) দুপুরে মহানগরীর টেকনগপাড়া ১৮ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন ও তিতাস গ্যাস গাজীপুর বিপণন বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

এ সময় ইউনিটি স্টাইল ওয়াশিং কারখানা ও নূর ওয়াশিং কারখানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেবুন নাহার। 

ইউনিটি স্টাইল ওয়াশিং কারখানাকে ১ লাখ টাকা ও নূর ওয়াশিং কারখানাকে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা জরিমানা পূর্বক আদায় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস গাজীপুর বিপণন বিভাগের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান আজাদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে ডেপুটি ম্যানেজার প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান আজাদ বলেন, বিভিন্ন কারখানা ও বাসা বাড়িতে অবৈধভাবে দেয়া গ্যাস সংযোগের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়