শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ১১:১৬ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

ইসিতে তলব করা হলো কক্সবাজার পৌর নির্বাচনের কাউন্সিলরকে 

এম এম লিংকন: নির্বাচন কমিশনে সশরীরে উপস্থিত হয়ে কেন তার প্রার্থিতা বাতিল করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ইসির তলব অনুযায়ী তাকে বৃহস্পতিবার বিকেল ৩টায় কমিশনে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে।

মঙ্গলবার (৬ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান ইসির জনসংযোগের সহকারী পরিচালক আশাদুল হক।  

ইসির চিঠিতে বলা হয়, কক্সবাজার পৌরসভার সাধারণ নির্বাচনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থী আশরাফুল হুদা ২০০ থেকে ৩০০ জন নারী পুরুষ নিয়ে গোপনভাবে নির্বাচনী প্রচারণায় কালো টাকা বিতরণ করেন। এ সময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কয়েকজন সংবাদকর্মী সংবাদ প্রকাশের জন্য ঘটনাস্থলে গিয়ে কালো টাকা বিতরণের ভিডিও ধারণ করে আসার পথে তাদের ওপর অতর্কিত হামলা করেন এই প্রার্থী। 

হামলার ঘটনায় সিসিএনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমানের ব্যবহৃত মোবাইলফোন ছিনিয়ে নিয়ে ধারণকৃত ভিডিও ডিলিট করাসহ নির্বাচনী আচরণবিধি বহির্ভূত কাজ করেছেন বলে রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনকে লিখিতভাবে অবহিত করেছেন। এ জন্য কেন ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল অথবা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, প্রার্থীকে তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমএমএল/এসএইচবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়