মঈন উদ্দীন: রাজশাহীর সিটি করপোরেশনে (রাসিক) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ জুন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রতীক বরাদ্দর পর থেকেই মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলররা জোরেশোরে নির্ঘুম প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আর প্রার্থীরা আচরণবিধি মেনে চলছেন কিনা তা দেখভাল করার জন্য ১০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
১৪ দল নেতারা আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে জনসংযোগ করছেন।
জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন নগরীর বিভিন্নস্থানে নির্বাচনী প্রচারণা করছেন। জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য জানান, তার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত রাজশাহীতে নির্বাচনের পরিবেশ ভালো। আর শেষ পর্যন্ত ভালো থাকলে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচার-প্রচারণায় অন্যান্য নির্বাচনী সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
প্রচার-প্রচারণা শেষে ভোটাররাও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে কেন্দ্রে যাবেন। আর নির্বাচন অংশগ্রহণমূলক হলে ফলাফল যাই হোক তা সবাই মেনে নেবেন। তবে ফলাফল যাই হোক তিনি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন বলেও জানান স্বপন।
এছাড়াও নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী গোলাম মুর্শিদ ফারুকী নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচারণা করছেন।
মেয়র প্রার্থীদের পাশাপাশি সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের চলছে জোর প্রচারণা। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে মাইকিং। প্রধান প্রধান সড়ক থেকে পাড়ার অলিগলিতেও চলছে মাইকিং। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
প্রতিনিধি/এসবি