শাহজাদা এমরান, কুমিল্লা: জেলার হোমনায় উপজেলায় স্কুলছাত্রকে হত্যার দায়ে ৫ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় দুইজনকে ৭ বছরের কারাদণ্ড ও একজনকে বেকসুর খালাস দেওয়া হয়।
রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শাহীন মিয়া, সুজন মিয়া, সোহেল মিয়া, আল আমিন ও সোহাগ। আসামিদের অধিকাংশই পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২০ সেপ্টেম্বর কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর এলাকায় নবম শ্রেণি পড়ুয়া আশিকুর রহমান আশিককে তার সহপাঠী সুজনসহ কয়েকজন ডেকে নিয়ে যায়। পরে চারদিন নিখোঁজ থাকার পর একটি নির্জন জায়গায় থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পরদিন নিহতের দাদা আশরাফুল হোসেন বাদী হয়ে ৮ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালত ২৫ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে প্রায় ১১ বছর পর মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়। এছাড়া একই মামলায় দুইজনকে ৭ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অপর একজনকে বেকসুর খালাস দেয়।
প্রতিনিধি/একে