শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ০৩:৪৭ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৩, ০৮:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে চাঁদা নেওয়া বন্ধের দাবিতে বিক্ষোভ

রতন রায়, ডোমার (নীলফামারী): পৌরসভা এলাকায় অটো রিক্সা ও অটো ভ্যান গাড়ীতে থেকে প্রতিদিন ২০টাকা করে রশিদ ছাড়া অবৈধ ভাবে চাঁদা উত্তোলন বন্ধের দাবিতে নীলফামারীর ডোমারে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা।

শনিবার (৩ জুন) দুপুরে ডোমার বাজারস্থ বাটার মোড় হতে শতাধিক অটোরিক্সা ও অটোভ্যান নিয়ে বিক্ষোভে অংশ নেয় শ্রমিকরা। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেল ঘুন্টির মোড়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে শ্রমিকদের দাবির সাথে সহমত প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এসময় সমাজসেবক নুরুজ্জামান বাবলা, আইয়ুব আলী প্রমূখ বক্তব্য দেন।

বক্তরা বলেন, টোল আদায়ের নামে অবৈধ ভাবে পৌর এলাকায় ২০ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। কিন্তু কোন রশিদ প্রদান করছে না। উল্লেখিত চাঁদা নেওয়া বন্ধ করতে হবে।

এ ব্যাপারে ডোমার পৌর প্যানেল মেয়র সেলিম রেজা বলেন, জুন টু জুন এক বছরের জন্যে পৌরসভা হতে ৬ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছে। সরকারী নিয়ম অনুযায়ী অটোরিক্সা প্রতি ১৫শত টাকা ও প্রতি অটোভ্যান গাড়ী ৫শত টাকা দিয়ে বাৎসরিক লাইসেন্স করতে হবে। রশিদ ছাড়া ২০ টাকা নেওয়ার ব্যাপারে পৌরসভা কর্তৃপক্ষের কোন সংশ্লিষ্টা নেই।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়