শিরোনাম
◈ গভীর রাতে নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে ২ বাসে আগুন ◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০২ জুন, ২০২৩, ০২:১৩ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৩, ০২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাউজানে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম): ৭ নম্বর রাউজান সদর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকালে  স্কুল মাঠে অনুষ্ঠিত  হয়েছে।

খেলায় মধ্যম রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন কেউটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল। অপর খেলায় আর্যমৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন মঙ্গলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল।মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম।

উদ্বোধক ছিলেন ক্রীড়া সংগঠক ও উপজেলা যুবলীগের সহ সভাপতি সুমন দে।মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সাবেক ছাত্রনেতা শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব নুরুল আমিন, সাংবাদিক খোরশেদুল আলম শামিম, সারজু মোহাম্মদ নাছের, আব্দুল লতিফ, মোফাচ্ছেল সালাম মুবিন, তপন দে, ইসহাক ইসলাম,আবু ছালেক, ইমরান হোসেন ইমু, ফয়সাল মাহমুদ, ইউপি সদস্য সাহাবুউদ্দিন, লাকী চৌধুরী। মাকসুদুর আলম মাসুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নাজনীন পারভীন, যুবলীগ নেতা জামাল উদ্দিন, কুরবান আলী প্রমুখ।শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দরা।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়