শিরোনাম
◈ রাজনৈতিক সমঝোতার রেফারি কে? গণভোট ইস্যুতে নতুন বিতর্ক ◈ সাগরের বুকে পুটনী দ্বীপ, এ যেন এক নতুন ভূখন্ড পেল বাংলাদেশ!(ভিডিও) ◈ চীনের কাছ থেকে ভয়ংকর এসওয়াই-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে বাংলাদেশ, শক্তিশালী সেনাবাহিনী গঠনের লক্ষ্য ◈ গাজীপুরের ৪টি আসনে ধানের শীষের টিকিট পেলেন যারা ◈ বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব হেভিওয়েট নেতার নাম ◈ জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা ◈ শিগগিরই এনসিপির প্রার্থী ঘোষণা, শীর্ষ নেতারা লড়তে পারেন যেসব আসন থেকে ◈ সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে, প্রশিক্ষণ নিচ্ছেন পুলিশ–বিজিবি–আনসার সদস্যরা ◈ রপ্তানি খাতে উত্থান, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যেই সর্বাধিক প্রবৃদ্ধি ◈ জাতীয় দলের ব্যাটিং কোচ হলেন আশরাফুল

প্রকাশিত : ০২ জুন, ২০২৩, ০২:১৩ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৩, ০২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাউজানে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম): ৭ নম্বর রাউজান সদর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকালে  স্কুল মাঠে অনুষ্ঠিত  হয়েছে।

খেলায় মধ্যম রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন কেউটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল। অপর খেলায় আর্যমৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন মঙ্গলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল।মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম।

উদ্বোধক ছিলেন ক্রীড়া সংগঠক ও উপজেলা যুবলীগের সহ সভাপতি সুমন দে।মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সাবেক ছাত্রনেতা শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব নুরুল আমিন, সাংবাদিক খোরশেদুল আলম শামিম, সারজু মোহাম্মদ নাছের, আব্দুল লতিফ, মোফাচ্ছেল সালাম মুবিন, তপন দে, ইসহাক ইসলাম,আবু ছালেক, ইমরান হোসেন ইমু, ফয়সাল মাহমুদ, ইউপি সদস্য সাহাবুউদ্দিন, লাকী চৌধুরী। মাকসুদুর আলম মাসুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নাজনীন পারভীন, যুবলীগ নেতা জামাল উদ্দিন, কুরবান আলী প্রমুখ।শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দরা।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়