শিরোনাম
◈ জেরুজালেমে জাতিসংঘের সদর দপ্তর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল ইসরায়েল ◈ ইমামকে অনন্য সম্মান দেখালেন তারেক রহমান  ◈ ১৯ দিনে রেমিট্যান্স এল ২৫ হাজার ৯০০ কোটি টাকা ◈ সংবিধান সংস্কারের বিপক্ষে জাপার ‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিলেন জি এম কাদের ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও)

প্রকাশিত : ০২ জুন, ২০২৩, ০২:১৩ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৩, ০২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাউজানে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম): ৭ নম্বর রাউজান সদর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকালে  স্কুল মাঠে অনুষ্ঠিত  হয়েছে।

খেলায় মধ্যম রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন কেউটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল। অপর খেলায় আর্যমৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন মঙ্গলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল।মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম।

উদ্বোধক ছিলেন ক্রীড়া সংগঠক ও উপজেলা যুবলীগের সহ সভাপতি সুমন দে।মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সাবেক ছাত্রনেতা শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব নুরুল আমিন, সাংবাদিক খোরশেদুল আলম শামিম, সারজু মোহাম্মদ নাছের, আব্দুল লতিফ, মোফাচ্ছেল সালাম মুবিন, তপন দে, ইসহাক ইসলাম,আবু ছালেক, ইমরান হোসেন ইমু, ফয়সাল মাহমুদ, ইউপি সদস্য সাহাবুউদ্দিন, লাকী চৌধুরী। মাকসুদুর আলম মাসুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নাজনীন পারভীন, যুবলীগ নেতা জামাল উদ্দিন, কুরবান আলী প্রমুখ।শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দরা।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়