শিরোনাম
◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম 

প্রকাশিত : ০২ জুন, ২০২৩, ০২:১৩ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৩, ০২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাউজানে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম): ৭ নম্বর রাউজান সদর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকালে  স্কুল মাঠে অনুষ্ঠিত  হয়েছে।

খেলায় মধ্যম রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন কেউটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল। অপর খেলায় আর্যমৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন মঙ্গলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল।মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম।

উদ্বোধক ছিলেন ক্রীড়া সংগঠক ও উপজেলা যুবলীগের সহ সভাপতি সুমন দে।মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সাবেক ছাত্রনেতা শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব নুরুল আমিন, সাংবাদিক খোরশেদুল আলম শামিম, সারজু মোহাম্মদ নাছের, আব্দুল লতিফ, মোফাচ্ছেল সালাম মুবিন, তপন দে, ইসহাক ইসলাম,আবু ছালেক, ইমরান হোসেন ইমু, ফয়সাল মাহমুদ, ইউপি সদস্য সাহাবুউদ্দিন, লাকী চৌধুরী। মাকসুদুর আলম মাসুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নাজনীন পারভীন, যুবলীগ নেতা জামাল উদ্দিন, কুরবান আলী প্রমুখ।শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দরা।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়