মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্মাণাধীন একটি ভবনের ১৪ তলা থেকে পড়ে আসাদুল (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ মে) বেলা ১১টায় শহরের টানবাজার এলাকার নাসিকের নির্মাণাধীন পদ্ম সিটি প্লাজা-২ ভবনে এ ঘটনাটি ঘটে।
খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই বোরহান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। নিহত আসাদুল রংপুরের মতিউর রহমানের ছেলে তিনি নারায়ণগঞ্জের মাসদাইর এলাকার ঘোষের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
নিহত আসাদুলের সহযোগী আল আমিন বলেন, সকালে আমরা একসঙ্গে মাচায় উঠে ১৪ তলায় কাজ করছিলাম। কাজ করার এক পর্যায়ে হঠাৎ সে মাচা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস
প্রতিনিধি/এসবি২