শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২৯ মে, ২০২৩, ০৬:০৭ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৩, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহ রেঞ্জে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালিত 

আলোচনা সভা

আব্দুল্লাহ আল আমীন: ময়মনসিংহে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালন করেছে ময়মনসিংহ রেঞ্জ। 

এ বছরের শ্লোগান ছিলো " Peace begins with me " এ উপলক্ষে শনিবার সকালে ময়মনসিংহ রেঞ্জ কার্য্যলয় থেকে একটি বর্ণাঢ্য পিসকিপার্স রেলি বের হয়ে নগরের ঐতিহাসিক টাউনহল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়ে পরে এড. তারেক স্মৃতি অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য ।

এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি । তিনি বলেন, বাংলাদেশের মানুষ ঐতিহ্যগতভাবেই শান্তিপ্রিয় । তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সশস্ত্রবাহিনী ও পুলিশ বিশ্ব শান্তি রক্ষায় আন্তর্জাতিক শান্তি মিশনে কাজ শুরু করে। মিশনে জীবন উৎসর্গ করে এদেশের মানুষ বিশ্বে সকল শান্তিপ্রিয় রাষ্টের কাছে বাংলাদেশের মুখ সম্বিলিত প্রচেষ্টায় উজ্জল করেছে।

এছাড়াও সশস্ত্রবাহিনী ও পুলিশের কাজে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। বাংলাদেশে ২০০৩ সাল থেকে এই দিনটি পালন করে আসছে। ময়মনসিংহ রেঞ্জ এই দিনটি যথাযথ সন্মানের সহিত উদযাপন করেছে। ১৯৮৯ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সাফল্যের সহিত কাজ করছে।

২০১০ সালে নারী পুলিশ কন্টিনজেন্ট প্রেরণ করছে। বর্তমানে বিশ্বে ১৫৭ জন নারী পুলিশ সদস্য শান্তিরক্ষা মিশনে রয়েছে।

বর্ণাঢ্য র্র্যালী ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি মেয়র মো: ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস,এনডিসি  ব্রিগেডিয়ার জেনারেল মো: হাফিজুর রহমান, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুইয়া, অতিরিক্ত ডিআইজি মো: এনামুল কবির, আবিদা সুলতানা, মোহাম্মদ মহিবুল ইসলাম খান সহ নেত্রকোনা ও শেরপুর জেলার পুলিশ সুপারগন ও আমন্ত্রনিত অতিথিবৃন্দ ।

আলোচনা সভা সঞ্চালনা করেন জামালপুর জেলার  পুলিশ সুপার ।

এছাড়াও ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা ও জেলা গোয়েন্দা সংস্থা  (ডিবি) ও ট্রাফিক বিভাগের  অফিসারগন উপস্হিত ছিলেন।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়