শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২৯ মে, ২০২৩, ০৫:৫৯ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৩, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় ভাইকে হত্যার দায়ে সৎ ভাইয়ের মৃত্যুদণ্ড

ফয়সাল চৌধুরী: কুষ্টিয়ায় ভাই ফামিদ হোসেনকে কুপিয়ে হত্যার দায়ে সৎ ভাই মিলন হোসেনকে  মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

সোমবার (২৯মে) বেলা ৪টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।

মৃত্যুদন্ড দন্ডপ্রাপ্ত মিলন হোসেন (৩৮) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর কান্দিপাড়া গ্রামের নান্দু মন্ডলের ছেলে। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের কৌশুলী(পিপি) এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

 জানা গেছে, জমিজমা নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর কান্দিপাড়া গ্রামের নান্দু মন্ডলের ছেলে মিলন হোসেন এর সাথে তার সৎ ভাই ফামিদ হোসেন এর বিরোধ চলে আসছিলো। এই জেরে গত ২০২১ সালের  ১১ এপ্রিল সকালে বাড়ীর পাশের একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় মিলন হোসেন তার হাতে থাকা মাংস কাটার ডাসা দিয়ে পেছন থেকে  এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে সৎভাই ফামিদকে । 

এই ঘটনায় পরের দিন নিহত ফামিদ এর স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  মামলার দির্ঘ তদন্ত শেষে আসামী মিলন হোসেনকে অভিযুক্ত করে ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর মামলার চুড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। পরে দীর্ঘ শুনানি  শেষে মামলার ৯ জন সাক্ষীর সাক্ষ্য প্রমান শেষে নির্ধারিত ধার্য তারিখে আসামির মিলন হোসেনকে মৃত্যুদণ্ড দেন আদালত।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়