শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২৮ মে, ২০২৩, ০৩:১০ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৩, ০৩:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশি পিস্তল ও গুলিসহ ডাকাত দলের প্রধান গ্রেপ্তার

গ্রেপ্তার আবদুল্লাহ

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: ভৈরব উপজেলায় একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলিসহ আবদুল্লাহ ওরফে জুয়েল (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৭ মে) রাত ১০টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের গাজিরটেক এলাকায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গ্রেপ্তার আবদুল্লাহর বাড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী চান্দেরচর গ্রামে। আবদুল্লাহর নেতৃত্বে একটি ডাকাত দল আছে। দলটি বেশির ভাগ মহাসড়কে ডাকাতি করে। তার দলটির বেশির ভাগ সদস্যের বিরুদ্ধে ভৈরবসহ আশপাশের থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। পুলিশ অনেক দিন ধরে দলটির সদস্যের ধরার চেষ্টা করে আসছে। খবর পেয়ে শনিবার রাতে গাজিরটেক এলাকায় অভিযান চালিয়ে ডাকাত আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, তার বিরুদ্ধে ভৈরব থানায় অস্ত্র ও ডাকাতির অভিযোগে পাঁচটি মামলা আছে। আবদুল্লাহ পুলিশের খাতায় এতদিন পলাতক আসামি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে সম্প্রতি ডাকাতি বেড়েছে। সর্বশেষ ১৩ মে আঞ্চলিক মহাসড়কটির ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে অবস্থিত বিসিক শিল্পনগরী এলাকায় আশিকুর রহমান নামের একজন ডকইয়ার্ড ব্যবসায়ী খুন হন। পুলিশের ধারণা, ছিনতাইকারীদের কবলে পড়ে আশিকুর খুন হয়েছেন। মূলত আশিকুর হত্যাকাণ্ডের পর পুলিশ মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান পরিচালনা করছে। এরই মধ্যে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়