শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ২৭ মে, ২০২৩, ১০:৪২ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৩, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১৮ মিয়ানমার নাগরিকসহ আটক ৫ দালাল

আটককৃত দালাল চক্র

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত পাঁচ দালালকে আটক করা হয়েছে। 

শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে পৌরসভার নাইট্যংপাড়ার বাসিন্দা আমিন শরীফের বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রোহিঙ্গারা মিয়ানমারের মংডু শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা। 

আটক দালালরা হলেন-টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলীর এলাকার দ্বীন ইসলাম (২৫) একই এলাকার মোহাম্মদ ইউনুছ (২৬) পৌরসভার নাইট্যংপাড়ার মোহাম্মদ জাহিদ (৩০) মোহাম্মদ জামাল (৩৮) ও আমিন শরীফের স্ত্রী হাজেরা খাতুন (৫০)।

টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়ার বাসিন্দা আমিন শরীফের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১৮ জন মিয়ানমারের নাগরিককে উদ্ধার করা হয়। তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সিদ্ধান্ত পেলে ব্যবস্থা নেওয়া হবে। আপাতত তাদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, মিয়ানমার থেকে তারা চিকিৎসার জন্য নাফ নদী দিয়ে নৌকা করে অবৈধভাবে দালালের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। এ জন্য দালালকে মাথাপিছু হিসাবে মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে। দালালেরা অন্যত্র নিয়ে যাওয়ার আগেই পুলিশের হাতে ধরা পড়েছেন তারা। উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে সাতটি শিশু,পাঁচজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। তাদের সবার বাড়ি মিয়ানমারের মংডু শহরের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। সম্পাদনা: ইমরান শেখ

প্রতিনিধি/আইএস২

  • সর্বশেষ
  • জনপ্রিয়