শিরোনাম
◈ ৪৩তম বিসিএস থেকে দুই হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন ◈ ৯ বছর পর পাকিস্তান গেলেন ভারতের কোনো মন্ত্রী ◈ ওএসডি কর্মকর্তারা কী করেন? ওএসডি কর্মকর্তাদের বেতন-ভাতা বাবদ প্রতিবছর সরকারকে গুনতে হচ্ছে কোটি কোটি টাকা ◈ শেষ নির্বাচনের আগে শেখ হাসিনা হাতে ছিল মাত্র সাড়ে ২৮ হাজার টাকা, ১৫ বছরই আয় করেছেন সুদ থেকে  ◈ আবহাওয়া নিয়ে  দুঃসংবাদ:  লঘুচাপ রূপ নিতে পারে নিম্নচাপে, সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস ◈ আমার এজলাস থেকে বের হও, বেয়াদব, থাপ্পড় দিয়ে দিয়ে পুলিশে দেব; আইনজীবীকে বিচারপতি! (ভিডিও) ◈ যে কারনে হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন সমন্বয়ক হাসনাত ◈ সালমানকে প্রাণ বাঁচাতে ক্ষমা চাওয়ার উপদেশ দিলেন বিজেপি এমপি ! ◈ ৪৩তম বিসিএস: ২০৬৪ জনকে নিয়োগ, স্থগিত ৯৯ জনের ◈ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বিএনপির ৩টি কমিটি 

প্রকাশিত : ২৭ মে, ২০২৩, ০৯:৪৪ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৩, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রলীগ নেতার বাইক জব্দ করায় পুলিশকে মারধর

আটক ছাত্রলীগ নেতা

মো.আজাদ, পাবান: পাবনার ঈশ্বরদীতে ছাত্রলীগ নেতার মোটরসাইকেল আটকিয়ে জিজ্ঞাসাবাদ ও কাগজপত্র না থাকায় তা জব্দ করায় হাইওয়ে পুলিশের ওপর হামলা এবং মারধরের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২৫ মে) বিকালে ঈশ্বরদী দাশুরিয়ার মুনশিদপুরে এ ঘটনা ঘটে।  

শুক্রবার (৬২ মে) বিকালে অভিযুক্ত ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরদীর পাকশী হাইওয়ে থানার ওসি আশিষ কুমার স্যান্যাল।

গ্রেপ্তাররা হলেন-পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মজিদপুর হাটপাড়া গ্রামের আশিকুর রহমান আকাশ এবং হাসিব আলী। তাদের মধ্যে আশিকুর রহমান আকাশ মালিগাছা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এবং পাবনা কলেজ শাখার সাধারণ সম্পাদক। আর হাসিব আলী ছাত্রলীগ কর্মী ও আকাশের বন্ধু।

ওসি আশিষ কুমার স্যান্যাল জানান, বৃহস্পতিবার বিকালে পাবনার সদর উপজেলার টেবুনিয়া বাজারের পাশে চেকপোস্ট বসানো হয়েছিল। এ সময় হেলমেটবিহীন অবস্থায় উল্টোপথে মোটরসাইকেল চালাচ্ছিলেন আকাশ ও হাসিব। হাইওয়ে পুলিশ তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। কাগজপত্র দেখাতে না পারায় একপর্যায়ে মোটরসাইকেলটি জব্দ করে কনস্টেবল সাধন চন্দ্রের মাধ্যমে পাকশী হাইওয়ে থানায় পাঠানো হয়। পথে মুনশিদপুরে আরেকটি মোটরসাইকেল নিয়ে ওই কনস্টেবলকে আটক করেন আকাশ ও হাসিব। এ সময় তাকে মারধর করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে আহত ওই কনস্টেবলকে উদ্ধার এবং অভিযুক্ত আকাশ ও হাসিবকে দুটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে চেকপোস্টের পুলিশ।

ওসি আরো জানান, গুরুতর আহত সাধন চন্দ্রকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক মীর রাফিউল ইসলাম সীমান্ত বলেন, অবশ্যই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ সংগঠনের ক্ষতি কিংবা ভাবমূর্তি নষ্ট করার মতো কাজ করে, তার বিরুদ্ধেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: ইমরান শেখ

প্রতিনিধি/আইএস২

  • সর্বশেষ
  • জনপ্রিয়