শিরোনাম
◈ পাকিস্তানের আকাশসীমা পরিহার: বিমানের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ◈ ভারতে ব্লকড বাংলাদেশি চারটি টিভির ইউটিউব চ্যানেল  ◈ আ.লীগ নিষিদ্ধ করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক নেতাদের ◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ১১:৩৮ রাত
আপডেট : ২৫ মে, ২০২৩, ১১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী আসাদ গ্রেপ্তার

জাফর ইকবাল অপু: র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ০৬ মে আসামী আসাদসহ অন্যান্য আসামীরা ভিকটিমের পরিচিত একজনের সহযোগীতায় মোবাইল ফোনের মাধ্যমে গোপালগঞ্জ জেলার ভাটিয়াপাড়া গোলচত্ত্বরে দেখা করার কথা বলে তাকে মাইক্রোবাসে উঠিয়ে নড়াইল জেলার বিভিন্ন স্থানে ঘুড়ানোর কথা বলে নিয়ে যায়।

পরবর্তীতে মূল আসামী আসাদ (৪০) এর নেতৃত্বে অন্যান্য আসামীরা ভিকটিমকে উক্ত এলাকা থেকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানাধীন পিংগুলিয়া গ্রামের একটি কলা বাগানে নিয়ে জোরপূর্বক গণধর্ষণ করে। ভিকটিম কান্নাকাটি ও ডাক- চিৎকার করিলে আসামীরা পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের চিৎকার শুনতে পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। ভিকটিম নিজে বাদী হয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানায় আসামী আসাদসহ ০৫ জনের বিরুদ্ধে একটি গণধর্ষণ মামলা দায়ের করেন।

ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার বিষয়ে জানতে পেরে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের  একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং  আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখা হয়।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ২৫ মে বৃহস্পতিবার  গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বাঘারপাড়া থানাধীন রামনগর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত গণধর্ষণ মামলার মূল আসামী ১। আসাদ(৪০),থানা- বাঘারপাড়া, জেলা- যশোরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উক্ত গণধর্ষণের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। অত্র মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে। 

গ্রেফতারকৃত আসামীকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়