শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৪:৪১ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৪:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে পাবলিক টয়লেট থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার 

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: আন্তঃজেলা গাইটাল বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেট থেকে কামরুল ইসলাম (৩৪) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তিনি সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের বুরিরচর এলাকার আব্দুল হাসিমের ছেলে। 

বুধবার (২৪ মে) রাত পৌনে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে খবর পাওয়া যায় যে কিশোরগঞ্জ শহরের আন্তঃজেলা গাইটাল বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটে এক ব্যক্তি আটকে রয়েছে। বাসস্ট্যান্ডের পরিবহন শ্রমিকেরা পুলিশকে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসে। পরে ফায়ার সার্ভিস টয়লেটের দরজা কেটে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহর পকেটে থাকা মানিব্যাগ থেকে এনআইডি কার্ডের ফটোকপির মাধ্যমে তার পরিচয় জানা যায়। 

কিশোরগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুম জানান, আমরা জানতে পারি কোনো এক ব্যক্তি বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটের পড়ে আছেন। পরে আমরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিস এসে টয়লেটের দরজা কেটে তার মরদেহ উদ্ধার করে। সে আমাদের বাসস্ট্যান্ডেরই শ্রমিক।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে আসি। এসে মেশিন দিয়ে টয়লেটের দরজা কেটে তার মরদেহ উদ্ধার করি।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, এনআইডি কার্ডের সূত্রে পাওয়া পরিচয়ে তার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে খবর দেওয়া হয়েছে। মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়