এ এইচ সবুজ, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সব কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খানের এজেন্ট রয়েছে। কাশিমপুর এলাকার ৯-নং ওয়ার্ডে এম. ই. এইচ আরিফ কলেজের দুটি এবং এম এ কুদ্দুছ উচ্চবিদ্যালয়ের পাঁচটি কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে। ওই সাত কেন্দ্রে বুথ রয়েছে ৪০টি।
৭১ নং কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জাকির হোসেন জানান, এই কেন্দ্রে ৯টি বুথ রয়েছে। এখানে নৌকা ও গণফ্রন্ট ৯ জন করে এজেন্ট দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের এজেন্ট রয়েছে ৮ জন। জাতীয় পার্টির ১ জন এজেন্ট রয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের টেবিল ঘড়ি প্রতীকের কোনো এজেন্ট নেই।
কাশিমপুর এলাকার ৯ নং ওয়ার্ডের দুই কেন্দ্র ১২টি বুথ রয়েছে। এর সবগুলোতে নৌকার এজেন্ট রয়েছে। তবে এখানেও টেবিল ঘড়ি প্রতীকের কোনো এজেন্ট নেই। এই সাত কেন্দ্রে জায়েদা খাতুন কোনো এজেন্ট দিতে পারেননি বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।
প্রিসাইডিং অফিসার জাকির হোসেন বলেন, টেবিল ঘড়ি বা অন্য কোনো প্রতীকের কোনো এজেন্টকে বের করে দেওয়ার ঘটনা ঘটেনি। যারা দিয়েছেন তাদের এজেন্ট আছেন। এজেন্ট না দিলে তো সেটা আমাদের বিষয় নয়। সম্পাদনা : মাজহারুল ইসলাম