শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৯:১৩ সকাল
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির ১৪১ জনের নামে ছাত্রলীগের মামলা

ডেস্ক রিপোর্ট: রাজবাড়ীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের মধ্যে সংর্ঘষে আহত করার ঘটনায় বিএনপির ৬১ নেতার নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৮০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ঢাকা পোস্ট

বুধবারন (২৪ মে) রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রাতুল আহম্মেদ।

মামলার আসামিরা হলেন, জহুরুল ইসলাম প্রামানিক ঝরো, খায়রুল আলম বকুল, ইদ্রিস শেখ, জহুরুল ইসলাম নুরুন্নবিসহ আরো অজ্ঞাতনামা ১৩০-১৪০ জন।

মামলার বাদী গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রাতুল আহম্মেদ জানান, ২০ মে বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে পার্টি অফিসে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠানে যোগ দেওয়ার লক্ষ্যে তিনি ও তার সঙ্গীয় পরাগ আহম্মদ, জাকির হোসেন কাঞ্চন, পাপিনসহ আরও অনেকে মোটরসাইকেলে আসার সময় রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সামনে পাকা রাস্তায় পৌঁছানো মাত্র হাতে বাঁশের লাঠি, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমাদেরসহ রাস্তায় চলাচলরত বিভিন্ন যানবাহনের গতিরোধ করে। কোনো কারণ ছাড়াই হাতে থাকা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে আমাদের সহ সাধারণ জনগনের উপর আতর্কিত আক্রমণ করে। এলোপাথারি মারপিটসহ ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে এবং রাস্তায় থাকা যানবাহন ভাঙচুর করে। তাদের মারপিটে এবং ইট

পাটকেলের আঘাতে সে ও তার সঙ্গীসহ রাস্তায় থাকা কয়েকজন অজ্ঞাতনামা পথচারীর জখম হয়। এসময় তার ব্যবহৃত  মোটরসাইকেলসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের ২টি মোটরসাইকেল ভাঙচুর করে এক লাখ টাকার ক্ষতি সাধন করে। তাদের আচরণে রাস্তায় চলাচলরত সাধারণ জনমনে আতঙ্ক বিরাজ করে ও লোকজন দিকবিদিক ছোটাছুটি করতে থাকেন। তখন রাজবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে এসে হামলাকারীদের কবল থেকে তাদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনিসহ তার সঙ্গীয় আহত ব্যক্তিরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ৬১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করে ছাত্রলীগ নেতার মোটরসাইকেল ভাঙচুর ও মারধরের অভিযোগে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুজ্জামান বলেন, গোয়ালন্দের এক ছাত্রলীগ নেতা বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

অইএস২

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়