বাবুল আক্তার, চৌগাছা: যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে অবধৈভাবে বাংলাদশে থেকে ভারতে যাওয়ার সময় ৪ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ।
মঙ্গলবার (২৩ মে) রাতে চৌগাছা উপজেলার বর্ণি বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারত সীমান্তের সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামে অভিযান চলিয়ে তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার পেড়লী গ্রামের হাবিব মোল্যার ছেলে নাজমুল মোল্যা (৩২), একই উপজেলার জামরিল ডাঙ্গা গ্রামের মৃত হারান শেখের মেয়ে মলিনা বেগম (৩৬), টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আওলিয়াবাদ গ্রামের মৃত হানিফ শেখের মেয়ে লাইলা বিবি (৩৫) এবং পাচারকারি দালাল যশোরের চৌগাছা উপজেলার পুড়াপাড়া গ্রামের বাবর আলীর ছেলে রবিউল ইসলাম (৪৫)।
মামলার নথি সূত্রে জানাগেছে, ‘বর্ণি বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন বিনা পাসফোর্টে অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দ্যেশে পুড়াপাড়ার রবিউল ইসলামের বাড়িতে কয়েকজন নারী পুরুষ অবস্থান করছেন। সংবাদ পেয়ে রাতে অভিযান চালিয়ে ২ জন নারী ও ১ পুরুষকে উদ্ধার করা হয় এবং এসময় বাড়ির মালিক পাচারকারি দালাল রবিউল ইসলামকে আটক করা হয়।
বিজির দাবি তারা সবাই অবধৈভাবে সীমান্ত পার হয়ে ভারত যাওয়ার চেষ্টা করছিলো। আটককৃতরা জানিয়েছে, দালাল চক্র তাদের অবৈভাবে সীমন্ত পার করার জন্য প্রত্যেকের কাছ থেকে ৫/৬ হাজার করে টাকা নিয়েছে।
এ ব্যাপারে চৌগাছা থানায় মামলা হয়েছে। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বুধাবার যশোর আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: হ্যাপী
প্রতিনিধি/এইচএ
আপনার মতামত লিখুন :