শিরোনাম
◈ বেক্সিমকোর লোকসানি কোম্পানি বিক্রি করে দেবে সরকার ◈ গুলি করে হত্যার পর বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ◈ অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশে বড় বিদ্রোহ হবে: জ্বালানি উপদেষ্টা (ভিডিও) ◈ কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ ◈ গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর রাইডার্স ◈ ভারত যেতে না করলে বাংলাদেশিরাও ভারতে যাবে না: উপদেস্টা সাখাওয়াত হোসেন ◈ আইনজীবী সাইফুল হত্যা মামলায় আরেক আসামি আটক ◈ যুক্তরাজ্যে নবজাতক ছেলে সন্তানের নাম হিসেবে 'মুহাম্মদ' শীর্ষ স্থান দখল করেছে : ওএনএস ◈ বাংলাদেশ প্রসঙ্গে বিদ্বেষমূলক বক্তব্য, বিজেপি নেতার বিরুদ্ধে মামলা ◈ 'মন্দিরের লোক পালাবে কেন?' বাংলাদেশে দশটা হিন্দু মরলে ওনাদের লাভ : গোবিন্দ চন্দ্র প্রামাণিক

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৮:০৬ সকাল
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালাল ও নারীসহ আটক ৪

বাংলাদেশ- ভারত সীমান্ত

বাবুল আক্তার, চৌগাছা: যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে অবধৈভাবে বাংলাদশে থেকে ভারতে যাওয়ার সময় ৪ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ২ জন নারী  ও ২ জন পুরুষ।

মঙ্গলবার (২৩ মে) রাতে চৌগাছা উপজেলার বর্ণি বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারত সীমান্তের সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামে অভিযান চলিয়ে তাদেরকে আটক করেন।

আটককৃতরা হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার পেড়লী গ্রামের হাবিব মোল্যার ছেলে নাজমুল মোল্যা (৩২), একই উপজেলার জামরিল ডাঙ্গা গ্রামের মৃত হারান শেখের মেয়ে মলিনা বেগম (৩৬), টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আওলিয়াবাদ গ্রামের মৃত হানিফ শেখের মেয়ে লাইলা বিবি (৩৫) এবং পাচারকারি দালাল যশোরের চৌগাছা উপজেলার পুড়াপাড়া গ্রামের বাবর আলীর ছেলে রবিউল ইসলাম (৪৫)।

মামলার নথি সূত্রে জানাগেছে, ‘বর্ণি বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন বিনা পাসফোর্টে অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দ্যেশে পুড়াপাড়ার রবিউল ইসলামের বাড়িতে কয়েকজন নারী পুরুষ অবস্থান করছেন। সংবাদ পেয়ে রাতে অভিযান চালিয়ে ২ জন নারী ও ১ পুরুষকে উদ্ধার করা হয় এবং এসময় বাড়ির মালিক পাচারকারি দালাল রবিউল ইসলামকে আটক করা হয়।

বিজির দাবি তারা সবাই অবধৈভাবে সীমান্ত পার হয়ে ভারত যাওয়ার চেষ্টা করছিলো। আটককৃতরা জানিয়েছে, দালাল চক্র তাদের অবৈভাবে সীমন্ত পার করার জন্য প্রত্যেকের কাছ থেকে ৫/৬ হাজার করে টাকা নিয়েছে।

এ ব্যাপারে চৌগাছা থানায় মামলা হয়েছে। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বুধাবার যশোর আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: হ্যাপী

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়