শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ০৩:১৪ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০৩:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামালপুর সদর

উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদককে বহিষ্কারের দাবি

বিক্ষোভ মিছিল

খাদেমুল বাবুল, জামালপুর: জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনের বহিষ্কার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

'আমাদের চেতনায় মুজিব আদর্শ' একটি সংগঠনের ব্যানারে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বুধবার দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামতল এলাকায় বিক্ষোভ মিছিল-সমাবেশ ও ঘন্টাব্যাপী জামালপুর-টাঙ্গাইল সড়ক অবরোধ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, দিগপাতই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, তিতপল্লা ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন, তিতপল্লার সাবেক সভাপতি আব্দুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক ছানোযার হোসেন সেলিম ও শাহবাজপুর ইউনিযন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আজিজল হক প্রমুখ।

বিক্ষুব্ধ নেতা-কর্মীদের অভিযোগ, গত ১৭ মার্চ আওয়ামী লীগের এক অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান স্বপন খন্দকার মোশতাক আহমেদকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রতিযোগী ছিলো বলে মন্তব্য করেন। 

এরই প্রতিবাদে নেতাকর্মীরা ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নেতা স্বপনের বহিষ্কার এবং সদর উপজেলা আওয়ামী লীগের কমিটির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তা না হলে লাগাতার আন্দোলনের হুমকি দেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়