শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০১:০০ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৪:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাউফলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই শিক্ষার্থী নিহত

ডেস্ক রিপোর্ট: পটুয়াখালীর বাউফলে ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে নবম শ্রেণির শিক্ষার্থীর ছুরিকাঘাতে দশম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিক্ষার্থী।

বুধবার (২২ মার্চ) বিকাল ৪টার দিকে বিদ্যালয় ছুটি হওয়ার পর এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সিয়াম ও মারুফ। আহত শিক্ষার্থীর নাম নাফিস।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই দিন আগে ইন্দ্রকুল বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পায়ে পা লাগাকে কেন্দ্র করে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ সময় একে অপরকে চর-থাপ্পড় মারে। এর জেরে বুধবার স্কুল ছুটির পর পাশের ব্রিজের কাছে নবম শ্রেণির শিক্ষার্থী রায়হান, নাইম, হাসিবুলসহ বেশ কয়েকজন দশম শ্রেণির মারুফ, সিয়াম ও নাফিসের ওপর আক্রমণ করে। এ সময় ছুরিকাঘাতে তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের বাউফল হাসপাতালে নেয়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে রাত সাড়ে ৭টার দিকে তাদের মৃত্যু হয়।

পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়