শিরোনাম
◈ সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম ◈ মানবিক করিডর নিয়ে সরকার সবাইকে অন্ধকারে রেখেছে : মেজর হাফিজ ◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা ◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ১২:৪৫ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে বারপাড়া ইউপি নির্বাচনে জামানত হারালেন নৌকার প্রার্থী

মনির হোসেন তালুকদার

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা): সদ্য অনুষ্ঠিত দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামানত হারালেন নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মনির হোসেন তালুকদার। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৪৫৫। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর এমন ভরাডুবিতে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া বইছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলে এই ইউনিয়ন পরিষদের। 

এলাকাবাসি মনে করেন, মনির হোসেন তালুকদার বিগত পাঁচ বছর কোনো উন্নয়ন করেনি। রাস্তা ঘাটের বেহাল দশা। খানাখন্দে ভরপুর রাস্তা, ছিলেন এলাকা থেকে জনবিচ্ছিন্ন। জনগণ কোনো কাজেকর্মে তাকে কখনও পাশে পায়নি। তাই সুযোগ পেয়ে জনগণ ভোটের মাধ্যমে উত্তম জবাব দিয়েছে।

এ নিয়ে ঐ এলাকার তৃণমূলের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ দেখা গেছে। এদের কেউ কেউ মনে করেন টাকার বিনিময়ে জনবিচ্ছিন্ন লোককে নৌকা প্রতীকে মনোনয়ন দিলে তো এমন হবেই।

যোগ্য ও জনপ্রিয়তা আছে এমন প্রার্থীকে মনোনয়ন দিলে হয়তো ফলাফল পজেটিভ হতো বলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদারের সঙ্গে মুঠোফোনে কথা বলতে চাইলে তিনি ব্যস্ত আছেন বলে জানায়।

নৌকার প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস (স্বতন্ত্র) প্রতীকের প্রার্থী মাজহারুল ইসলাম মানিক সওদাগর। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৫৮৮৫। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়