শিরোনাম
◈ ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ বন্ধের আহ্বান জানালেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ◈ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে হারিয়ে গুজরাটের জয় ◈ পাকিস্তানে যাকাত নিতে এসে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু ◈ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক মাতালেন অরিজিৎ সিং ◈ মহান স্বাধীনতাকে হেয় করে প্রথম আলোর প্রকাশিত প্রতিবেদনের নিন্দা ◈ শনিবার আওয়ামী লীগের যৌথ সভা  ◈ আইনের শাসন না থাকায় কারো জীবনের নিরাপত্তা নেই: মির্জা ফখরুল ◈ বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলা ◈ সরকার নির্ধারিত দামেই নিত্যপণ্য বিক্রি হচ্ছে বলে দাবি বাণিজ্যমন্ত্রীর ◈ কিছু পত্রিকা উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেগেটিভ রিপোর্ট করে: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৩, ১১:২৮ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ০১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ১০৩ ফুট লম্বা কেক কাটলেন সাবেক মেয়র মনজুর আলম

মারুফ হাসান: আজ ১৭ মার্চ, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী। জাতীর পিতার জন্মবার্ষিকী উপলক্ষে ১০৩ ফুট লম্বা কেক তৈরি করেছে চট্টগ্রামের ‘মিঠাই সুইটস এন্ড বেইক’। কেকটির ওজন ৩৫০ কেজি বা ৭০০ পাউন্ড। কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছেন চসিকের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। কেকটি প্রস্থে ছিল ২০ ইঞ্চি। 

জানা যায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মঞ্জুর আলম মঞ্জুরের প্রতিষ্ঠান আলহাজ্ব হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্ট ও উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজের অর্ডারে কেকটি তৈরি করা হয়েছে।

মিঠাইয়ের জেনারেল ম্যানেজার আল আমীন বলেন, ‘মিঠাই চট্টগ্রামের একটি প্রিমিয়াম বেইক এন্ড সুইটস ব্র্যান্ড। গত ১০ বছরে অনেক বড় বড় কেক তৈরির অভিজ্ঞতা রয়েছে মিঠাইয়ের। এরই ধারাবাহিকতায় এবার জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০৩ ফুট দৈর্ঘ্যের কেক তৈরি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কেকটির ওজন ৩৫০ কেজি  বা ৭০০ পাউন্ড। মিঠাইয়ের এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ- এর নেতৃত্বে ১০ জনের একটি টিম কেকটি তৈরি করতে কাজ করেছেন।’

এমএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়